Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মাদারীপুরে নতুন কারাগারে বন্দি স্থানান্তর

মেহেদি হাসান, মাদারীপুর প্রতিনিধিঃ
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:১৮ PM
আপডেট: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ০৬:১৮ PM

bdmorning Image Preview


মাদারীপুরের ঘটমাঝি ছয়না গ্রামে নবনির্মিত নতুন কারাগারে আজ শুক্রবার সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পুরাতন কারাগারে থাকা ৫২৯ জন বন্দিকে স্থানান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পুরাতন কারাগারটি শহরের শকুনী লেকের পাড়ে ১৯৪৮ সালে নির্মাণ করা হয়। যেখানে বন্দির ধারন ক্ষমতা ছিল ১১০ জন। ধারন ক্ষমতার চেয়ে প্রায় পাঁচগুন বেশি বন্দি পুরাতন কারাগারে ছিল।

২০১৮ সালের এক নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন কারাগরের উদ্ধোধন করলেও কিছু কাজ অসম্পূর্ণ থাকায় বন্দি স্থানান্তরে কিছুটা বিলম্ব হয়। মাদারীপুর গণপূর্ত প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধানে ১৩ একর জমির উপর ৩২ কোটি টাকা ব্যয়ে ৩৫০ জন ধারণ ক্ষমতা সম্পন্ন নতুন কারাগারটি নির্মাণ করা হয়।

সকালে আনুষ্ঠানিকভাবে বন্দি স্থানান্তরের সময় উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন,  ঢাকা বিভাগীয় কারা উপ- মহাপরিদর্শক টিপু সুলতান, অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার পাঠক, জেল সুপার মো. শহিদুল ইসলামসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

জেল সুপার মো. শহিদুল ইসলাম জানান,  ১৩ একর জমির উপর কারাগারটি নির্মিত হয়। পুরাতন কারাগারের চেয়ে আকারে অনেক বড়। ভেতরে বন্দিদের চলাচলের জন্য অনেক জায়গা রয়েছে। বন্দিরা স্বাচ্ছন্দে এখানে থাকতে পারবে। এটি আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন কারাগার। অসুস্থ ও মাদকাশক্ত বন্দিদের চিকিৎসার সুব্যবস্থা রয়েছে বলে জানান তিনি।  

Bootstrap Image Preview