Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জমজমাট বাণিজ্যমেলায় পুরুষের চেয়ে এগিয়ে নারীরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৪৮ PM
আপডেট: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৪৮ PM

bdmorning Image Preview


রাজধানী ঢাকায় গত ৯ জানুয়ারি থেকে দেশি-বিদেশি হাজার পণ্যের পসরা সাজিয়ে বসেছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শুরু থেকে বিক্রি কম থাকলেও ধীরে ধীরে ভিড়-বিক্রি দুটোই বেড়েছে। তবে মেলায় পুরুষের চেয়ে নারী ক্রেতািই বেশি।

শুক্রবার (১ ফেব্রুয়ারি) সপ্তাহের শেষ দিন হলেও মেলায় ছিলো মানুষের ভিড়। মেলা ঘুরে দেখা গেছে, প্রতিবারের মতো এবারেও পুরুষের চেয়ে নারী ক্রেতাই বেশি। দোকানগুলোতে পণ্য বাছাই আর দাম কষাকষিতেও এগিয়ে তারা।

আজ সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতা দর্শনার্থীদের ভিড়ে জমজমাট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলার শেষ পর্যায়ে ঘোরাঘুরির চেয়ে কেনাকাটা করতেই বেশি দেখা গেছে আগতদের।

নারী ক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, রাজধানীতে যানজটের কারণে বিভিন্ন শপিং সেন্টার ঘুরে রকমারি পছন্দের পণ্য কিনতে অনেক সময় ব্যয় হয়। কিন্তু বাণিজ্য মেলায় একই জায়গায় অনেক ধরনের পণ্য কেনার সুযোগ থাকায় অল্প সময়ে কেনাকাটা সারা যায়। তাই তারা আগ্রহ নিয়ে বাণিজ্য মেলায় এসেছেন কোনাকাটা করতে।

ক্রেতা আফিয়া আঞ্জুম বলেন, শুনেছি শেষের দিকে অনেক জিনিসেই অফার চলে। তাই চতুর্থবারের মতো চলে আসছি। তাছাড়া মেলা মানেই আনন্দ, শুধু কেনাকাটা নয়। এ উপলক্ষে বন্ধুদের সাথেও দেখা সাক্ষাত হয়।

দেশী-বিদেশী পণ্যের সাজসজ্জার সাথে পাল্লা দিয়ে এবার মেলার অন্যতম আকর্ষণ হলো '১৫০ টাকায় কাড়াকাড়ি অফার'। পুরো দোকান জুরে যা পাওয়া যাবে সবই ১৫০ টাকার মধ্যে। দেয়াল ঘড়ি, সো-পিস, মাদুর, টেবিল ক্লথ থেকে ধরে হাড়ি পাতিল সবকিছুই কেনা সম্ভব এই একি দোকান থেকে। দুপুরের পর থেকেই মেলায় ভিড় বাড়তে শুরু করে। তবে নারী ক্রেতাদের আনাগোনায় সবথেকে বেশি।

Bootstrap Image Preview