Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মার্চে অঘোষিত অবসর ভেঙে ফিরছেন মেসি!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ০১:০৭ PM
আপডেট: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ০১:০৭ PM

bdmorning Image Preview


জুনে সাম্বার দেশ ব্রাজিলে বসছে বিশ্বের প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট কোপা আমেরিকা। এই আসরকে সামনে রেখে এর মধ্যেই ১২টি দলে তিনটি গ্রুপে ভাগ করে ম্যাচের সূচি প্রকাশ করা আয়োজকরা। এই আসরেই আবার আর্জেন্টিনার আকাশী-নীল জার্সি গায়ে দলে ফিরতে যাচ্ছেন লিওনেল মেসিকে। ইএসপিএন আর্জেন্টিনা বৃহস্পতিবার নির্ভরযোগ্য একটি সূত্রের বরাত দিয়ে এমনই একটি খবর প্রকাশ করেছে। 

কোপা আমেরিকার আসরকে সামনে রেখে এর মধ্যেই দলগুলো পরিকল্পনা সাজাতে শুরু করেছে। মূল আসার শুরুর আগে কোপ আমেরিকার প্রস্তুতি হিসেবে মার্চে আর্জেন্টিনা দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে। ২২ মার্চ মাদ্রিদে ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে লিওনেল স্কালোনির শিষ্যরা। আর ২৬ মার্চ জার্মানিতে খেলবে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে। ভেনেজুয়েলার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়েই আবার জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে যাচ্ছে ফুটবল জাদুকর মেসি। 

ইএসপিএনের প্রকাশিত খবরের বিষয়ে আর্জেন্টিনার কোচ স্কালোনি বলেছেন, ‘মার্চের ফিফা ফ্রেন্ডলি ম্যাচের স্কোয়াড ঘোষণার আগের দিন এ বিষয়ে আমরা মেসির সঙ্গে কথা বলব। জাতীয় দলে খেলার বিষয় নিয়ে কথা বলার যখন সময় আসবে তখনই আমরা বিষয়টি নিয়ে তার সঙ্গে কথা বলব। আমাদের অবশ্যই ইতিবাচক আশা রয়েছে। রয়েছে ভালোলাগা। আশা করছি সে জাতীয় দলের অংশ হিসেবেই থাকবে এবং আর্জেন্টিনার জার্সি গায়ে খেলতে ভালো অনুভব করবে।’

উল্লেখ্য, ২০১৮ রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের কাছে হেরে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নেয় আর্জেন্টিনা। তখন থেকেই স্বেচ্ছা নির্বাসনে আছেন মেসি। ইঙ্গিত দিয়েছিলেন মন সায় না দিলে আর কোনদিনই আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে না তাকে।

Bootstrap Image Preview