Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গোসলের সময় কানে পানি ঢুকলে যা করবেন?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৪৬ AM
আপডেট: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৪৬ AM

bdmorning Image Preview


গোসলের সময় আমরা অনেকেই কানে পানি ঢোকার সমস্যার শিকার হয়েছি কম বেশি।গোসলের সময় হঠাৎ করে কানে পানি ঢুকতেই পারে। এতে একদিকে যেমন অস্বস্তি লাগে তেমনি অন্যদিকে ব্যথাও হতে পারে। এছাড়া কানে পানি ঢুকে ইনফেকশন হওয়ার ঘটনাও ঘটে প্রায়ই।

এজন্য কানে পানি ঢুকলে যতদ্রুত সম্ভব তা বের করার চেষ্টা করতে হবে। দেখুন কীভাবে এটা করবেন-

১।চুইংগাম চিবান, এতে কানে চাপ পড়ে পানি বের হয়ে যাবে।

২।লম্বা করে শ্বাস নিন। দুই আঙুল দিয়ে নাকের ফুটো বন্ধ করে দিন। এবার বন্ধ নাক দিয়েই নিঃশ্বাস ফেলার চেষ্টা করুন। কয়েকবার এভাবে করলে কান থেকে পানি বেরিয়ে আসবে

.৩।যে কানে পানি ঢুকেছে, সেই দিকে মাথাটি কাত করুন। তারপর হাতের তালু রাখুন কানের ওপরে এবং চাপ দিন। চাপ দিয়েই হাতটি সরিয়ে নিন। এভাবেও পানি বের হবে

৪।১০-১২ ইঞ্চি দূরে রেখে হেয়ার ড্রায়ার একদম লো’তে সেট করে কানের দিকে তাপ দিতে পারেন

.৫।আঙুল বা অন্য কিছু কানের ভেতরে দেয়া যাবে না

৬।কাত হয়ে শুয়ে থাকলেও কানের পানি বের হয়ে যায়।

এসব করেও যদি কানের ভেতরে পানি থেকে যায়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

Bootstrap Image Preview