Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জিরোনাকে ৭-৩ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে রিয়াল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৫৫ AM
আপডেট: ০১ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৫৫ AM

bdmorning Image Preview


বৃহস্পতিবার রাতে কোপা ডেল রের সেমিফাইনালের টিকিট কাটল স্প্যানিশ জায়ান্টরা। করিম বেনজেমার জোড়া গোল ও মার্কোস লরেন্তেরে এক গোলে জিরোনাকে ৩-১ ব্যবধানে হারিয়েছে তারা। দুই লেগ মিলিয়ে ৭-৩ ব্যবধানে সেমিতে গেল সান্তিয়াগো সোলারির দল।

এদিন জিরোনার মাঠে ম্যাচের প্রথমার্ধেই জোড়া গোলের দেখা পান বেনজেমা। ম্যাচের ২৭তম মিনিটে প্রথম জিরোনার জালে বল জড়ায় তিনি। এরপর প্রথমার্ধে বিরতির দুই মিনিট আগে দ্বিতীয় বারের মতো জিরোনার জালে বল জড়িয়ে ব্যবধান ২-০ করেন বেনজেমা। 

এই দুই গোলের সুবাদে রিয়ালের হয়ে ৪৪৬ ম্যাচে মাঠে নেমে ২০৯ গোল হয় বেনজেমার। তাতে লস ব্লাঙ্কোসদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় ষষ্ঠ স্থানে উঠে এসেছেন তিনি। এ যাত্রায় ফরাসি স্ট্রাইকার পেছনে ফেলেছেন মেক্সিকোর হুগো সানচেজকে। যিনি ১৯৮৫-১৯৯২ পর্যন্ত রিয়ালের হয়ে খেলেছিলেন।

মধ্যবিরতির পর ৭১ মিনিটে স্বাগতিকদের পেদ্রো পোরো এক গোল ফিরিয়ে দিয়ে লড়াইয়ের আভাস দিয়েছিলেন। কিন্তু ৭৬ মিনিটে মার্কোস লরেন্তে রিয়ালকে তৃতীয় গোলটি এনে দিলে সহজ জয়ই নির্ধারিত হয়।

চলতি মৌসুমে রিয়ালের আগে কোপা ডেল রের সেরা চার নিশ্চিত করেছে বার্সেলোনা, ভ্যালেন্সিয়া ও রিয়াল বেটিস।

Bootstrap Image Preview