Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'সমাজ থেকে মাদককে নির্মূল করতে হবে'

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০১৯, ০৫:৫৭ PM
আপডেট: ৩১ জানুয়ারী ২০১৯, ০৫:৫৭ PM

bdmorning Image Preview


ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামাল পাশা বলেছেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। সুন্দর সমৃদ্ধ দেশ গড়ার লক্ষে সরকার মাদকের ব্যাপারে নতুন আইন ঘোষণা করেছেন। যে কোন কিছুর বিনিময়ে সমাজ থেকে মাদককে নির্মূল করতে হবে। সেক্ষেত্রে পুলিশকে সকলের সহযোগিতা করতে হবে। দেশ ও জাতীর কল্যানে সবাইকে সচেতন হতে হবে।

আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় ফরিদপুরের সালথা থানা চত্বরে আয়োজিত পুলিশ সেবা সপ্তাহ ২০১৯ উপলক্ষে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এসময় তিনি আরো বলেন, প্রত্যেক মানুষকে তার মানুসিকতা পরিবর্তন করে মারামারী ও সংঘর্ষ থেকে বেরিয়ে আসতে হবে। তাহলেই ভাল একটা সমাজ গড়ে উঠবে।

উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ও ভাওয়াল ইউপি চেয়ারম্যান ফারুক-উজ্জামান ফকির মিয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্যে রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান, ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার এফএম মহিউদ্দিন, সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যা, আওয়ামী লীগ নেতা ওয়াদুদ মাতুব্বার, উপজেলা যুবলীগের সহসভাপতি শওকত হোসেন মুকুল, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিটু, জেলা ছাত্রলীগের সহসভাপতি দেবাশীষ মজুমদার নয়ন প্রমূখ। 

Bootstrap Image Preview