Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

খোঁজ মিলল সালার বিমানের টুকরো অংশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০১৯, ১২:২৮ PM
আপডেট: ৩১ জানুয়ারী ২০১৯, ০২:৪৬ PM

bdmorning Image Preview


ইংলিশ চ্যানেলের উপরে হারিয়ে যায় তাঁর ভাড়া করা এয়ারক্র্যাফ্ট। সপ্তাহ পেরিয়ে গেলেও মেলেনি খোঁজ। এবার খোঁজ মিলল। তবে এমিলিয়ানো সালা নন। মিলল তাঁর এয়ারক্র্যাফ্টের সিটের দুটি কুশন। ফ্রান্সের সমুদ্র সৈকত থেকে সংলগ্ন এলাকা থেকে দুটি কুশন উদ্ধার করেছেন তদন্তকারী অফিসাররা। এর জেরে সালার বেঁচে থাকার আশা আরও ক্ষীণ হয়ে উঠল। 

ফরাসি ক্লাব নান্তেসে খেলা সালা ১৫ মিলিয়ন ডলারে নতুন ক্লাব কার্ডিফে সই করে ইংল্যান্ডে আসার সময় নিখোঁজ হন। ইংলিশ চ্যানেলের উপরে হারিয়ে যায় তাঁর ভাড়া করা এয়ারক্র্যাফ্ট। সাতদিন পার হয়ে যাওয়ার পরেও খোঁজ মেলেনি সালার। তদন্তকারী দল শুরুতে খোঁজ শুরু করলেও তিন দিন পরে হাল ছেড়ে দিয়েছে।

ফের খোঁজ শুরু করার জন্য লিওনেল মেসি আবেদন করেছিলেন। ‘প্রে ফর সালা’ নামে ইন্সটাগ্রামে অ্যাকাউন্টও খুলেছিলেন। সালার জন্য ৩৪ হাজার ডলার সাহায্য করেছেন প্যারিস সাঁজার তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে। পাশে পেয়েছেন, আদ্রিয়ান রাবিয়েত ও দিমিত্রি পায়েতের মতো তারকাদেরও। 

প্রাইভেট জেট ভাড়া করায় তল্লাশির ক্ষেত্রে শুরুতে সরকারি উদ্ধারকারী দল নেমেছিল। স্থানীয় পুলিশ তদন্ত করছিল। কিন্তু তিন দিন পরেই সরকারি তদন্ত থমকে গিয়েছে। কিছুটা নিরাশ হয়েই উদ্ধারকারী টিম হাল ছেড়ে দিয়েছিল। সরকারি উদ্ধারকারী টিম আর সাহায্য না-ও করতে পারে, তাই তল্লাশি চালাতে হবে একান্ত ব্যক্তিগত উদ্যোগে। 

এদিকে বুধবার রাতে ফরাসি ক্লাব নান্তেসে সালার স্বরণে নিরবতা পালন করে। ম্যাচ শুরু আছে স্টেডিয়ামের বাইরে সমর্থকরা ফুল, জার্সি দিয়ে সালাকে শ্রদ্ধায় স্বরণ করেন। 

Bootstrap Image Preview