Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশ সেনাবাহিনীতে মেডিকেল কোরে নারী ও পুরুষ উভয় পদে নিয়োগ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০১৯, ১০:৩৮ PM
আপডেট: ২৮ জানুয়ারী ২০১৯, ১০:৩৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আর্মি মেডিকেল কোরে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে মেজর পদবিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী সব যোগ্য বাংলাদেশি নাগরিক আবেদন করতে পারেন।

পদের নাম

২০তম ডিএসএসসি (স্পেশাল পারপাস)-এএমসি (পুরুষ/মহিলা)

যোগ্যতা

যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এফসিপিএস/ এফআরসিএস/ এমএস/ এমডি অথবা সমমান (যা বাংলাদেশের মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত) পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের জন্য পুরুষ প্রার্থীদের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি ও ওজন ১১০ পাউন্ড এবং মহিলা প্রার্থীদের উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি ও ওজন ১০৪ পাউন্ড হতে হবে। আবেদনের জন্য ৩১ মার্চ, ২০১৯ তারিখে প্রার্থীর বয়স অনূর্ধ্ব ৪০ বছর হতে হবে।

বেতন

সরকার কর্তৃক নির্ধারিত বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইটের (www.joinbangladesharmy.army.mil.bd) মাধ্যমে আবেদন করতে হবে। এ ছাড়া আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।

আবেদনের শেষ তারিখ

অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২৫ জানুয়ারি, ২০১৯ তারিখে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ ফেব্রুয়ারি, ২০১৯ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

Bootstrap Image Preview