Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মার্কিন হামলার ভয়ে দেশ ছেড়ে পালাচ্ছে ভেনিজুয়েলার নাগরিকরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০১৯, ০৮:৪৫ PM
আপডেট: ২৮ জানুয়ারী ২০১৯, ০৮:৪৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলাতে চলছে অস্থিরতা। সাধারণ নাগরিকরা তাদের জীবন নিয়ে সন্দিহান। মার্কিন হামলার হুশিয়ারিতে ভয়ে ভেনিজুয়েলা থেকে পালিয়ে পাশ্ববর্তী দেশে আশ্রয় নিতে চেষ্টা করছেন দেশটির অধিবাসীরা। আর এদের মধ্যে বেশিরভাগ যাচ্ছে পার্শ্ববর্তী দেশ কলাম্বিয়ায়। অবৈধভাবে সীমান্ত পেরিয়ে কলম্বিয়ায় ঢুকে পড়ছে তারা।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন হামলার ইঙ্গিত করে হুশিয়ারি উচ্চারণ করেছেন। এর পরই মানুষের মধ্যে আতঙ্ক শুরু হয়ে যায়।

এদিকে আগামী বুধবার ও শনিবার সরকারবিরোধী বিক্ষোভের ডাক দিয়েছে গুয়াইদো। সরকার আর বিরোধী দলের চলছে পাল্টা-পাল্টি হুমকি-ধামকি।

এক দিকে দেশটির কট্টর মার্কিনবিরোধী প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আর অন্যদিকে আছেন স্বঘোষিত অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট বিরোধী নেতা জুয়ান গুইয়াদো।

রাশিয়া, চীন, মেক্সিকো, তুরস্কসহ কয়েকটি দেশ মাদুরো সরকারের প্রতি সমর্থন জানিয়েছে। খবর দ্যা গার্ডিয়ানের।

বিরোধী নেতা জুয়ান গুইয়াদোকে যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রাজিল, আর্জেন্টিনাসহ আরো কয়েকটি দেশ স্বীকৃতি দিয়েছে।

এরই মধ্যে ভেনেজুয়েলায় থাকা মার্কিন কূটনীতিকদের বহিষ্কার করেছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

এর জবাবে বিরোধীদলীয় নেতা জুয়ান গুয়াইদোর বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ নিলে মাদুরোকে দেখে নেয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র।

গত বছরের মে মাসে ভেনেজুয়েলায় সাধারণ নির্বাচনে জয়ী হয়ে দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপ্রধান হিসেবে শপথ নেন মাদুরো।

তারপর থেকেই চরম রাজনৈতিক সংকটের মধ্যে রয়েছে ল্যাটিন আমেরিকার এই দেশটি। বিরোধীরা নির্বাচনে কারচুপির অভিযোগ এনে বিক্ষোভ করে আসছে। আর এই বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছিলেন বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদো।

Bootstrap Image Preview