Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ব্রিটেনের পর এবার নরওয়ের সবচেয়ে জনপ্রিয় নাম মোহাম্মদ!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০১৯, ০৫:৩৫ PM
আপডেট: ২৮ জানুয়ারী ২০১৯, ০৫:৩৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


নরওয়ের রাজধানী অসলোতে সবচেয়ে জনপ্রিয় নাম মোহাম্মদ। ২০০৮ থেকে গত ১১ বছর ধরে এই ধারা অব্যাহত রয়েছে। সম্প্রতি এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। 

জানা গেছে, নরওয়ের রাজধানী অসলোতে অস্কার, আকসেল এবং জ্যাকব এ ধরনের নামকে টপকে মোহাম্মদ নামটি প্রথম হয়েছে। অন্যদিকে লুকাস, ফিলিপ ও অলিভারকে দেশব্যাপী ছেলেদের সবচেয়ে জনপ্রিয় নাম হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। 

মেয়েদের ক্ষেত্রে ইমা নামটি দেশব্যাপী শীর্ষস্থান দখল করেছে বলে জানা গেছে। 

প্রসঙ্গত, অসলোতে মুসলমানদের সংখ্যা দিন-দিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে এখানে মোট জনসংখ্যার ১০ শতাংশ মানুষ  ইসলাম ধর্মের অনুসারী।

সেখানে পাকিস্তান, সোমালিয়া, ইরাক ও মরক্কোর অভিবাসীরা একটি বৃহত্তম মুসলিম সম্প্রদায় তৈরি করেছে।

এদিকে, মোহাম্মদ ইংল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় নাম। মেয়েশিশুদের ক্ষেত্রেও একই নামের বানান ভিন্ন ভিন্ন হওয়ায় তালিকাতে সেগুলোর নাম আলাদাভাবেই দেয়া হয়।

যেমন ২০১৬ সালে সবচেয়ে বেশি মেয়েশিশুর নাম রাখা হয়- অ্যামেলিয়া। কিন্তু সোফিয়া নামটির ইংরেজি বানান ভিন্ন ভিন্নভাবে না লেখা হলে সোফিয়া নামটি থাকত শীর্ষে।

ইংল্যান্ডে অনেক নাম ধীরে ধীরে আবেদন হারাচ্ছে, জনপ্রিয়তা হারাচ্ছে।

যেমন ১৯০৪ থেকে ১৯১৪ সাল পর্যন্ত মেয়েশিশুদের যেসব নাম রাখা হতো, তার শীর্ষ দশটির মধ্যে থাকত 'ডরিস'। ১৯০৪ সালে ডরিস ছিল জনপ্রিয় নামের তালিকায় তৃতীয়। ১৯২৪ সালে সেটি ৭ম স্থানে নেমে যায়। ১৯৩৪ সালে সেটি চলে আসে ৩৩ নম্বরে।

এখন ডরিস নামটি তালিকার একশর মধ্যেও নেই।

Bootstrap Image Preview