Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সুশিক্ষাই পারে টেকশই উন্নয়নকে ত্বরান্বিত করতে: এ্যাড. জামাল

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০১৯, ০৯:৩৬ AM
আপডেট: ২৮ জানুয়ারী ২০১৯, ০৯:৩৬ AM

bdmorning Image Preview


আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষনা বিষয়ক উপ-কমিটির সদস্য, কেন্দ্রীয় যুবলীগের সদস্য, শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক এ্যাড. জামাল হোসেন মিয়া বলেছেন, সুশিক্ষাই পারে দেশের টেকশই উন্নয়নের গতিকে ত্বরান্বিত করতে। তাই শেখ হাসিনা সরকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন।

রবিবার (২৭ জানুয়ারী) দুপুরে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি এসময় আরো বলেন, আওয়ামী লীগ সরকার তৃণমূল পর্যায়ে সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় ও কলেজ সরকারীকরণ, শিক্ষাবৃত্তি, মিড ডে মিলসহ শিক্ষার আধুনিকায়নে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। আজকের কোমলমতি ছেলে-মেয়েরাই আগামী দিনের ভবিষ্যত। 

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মনিরুজ্জামান সর্দার, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, জেলা দুর্যোগ ও ত্রান বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও জেলা পরিষদের সদস্য বিশিষ্ট সমাজ সেবক মোঃ কামাল হোসেন মিয়া।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তালমা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি জাকারিয়া খান খোকা, মীর সাহিদুজ্জামান রিফাত, সাধারণ সম্পাদক সিরাজ খলিফা, তালমা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঃ কুদ্দুছ মোল্যা, আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম.এম নাহিদুজ্জামান নাহিদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক এস.এম রফিকুল ইসলাম মিয়া, সদস্য রবিউল বাসার, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি জাকির হোসেন প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান। 

Bootstrap Image Preview