Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

২০১৮ সাল ইতিহাসের চতুর্থ উষ্ণতম বছর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০১৯, ০৭:০৫ PM
আপডেট: ২৬ জানুয়ারী ২০১৯, ০৭:০৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বিশ্বে উষ্ণতার ধারাবাহিক রেকর্ড সংরক্ষণের পর থেকে বিশ্বের সবচেয়ে উষ্ণতার চতুর্থতম বছর ছিল ২০১৮ সাল। যুক্তরাষ্ট্রের গবেষণা গ্রুপ বার্কলে আর্থ বৃহস্পতিবার প্রকাশিত এক রিপোর্টে এই তথ্য জানায়।

বৈশ্বিক উষ্ণায়নে শিল্পায়ন পূর্ব সময় ভিত্তি হিসেবে ধরে গত ঊনিশ শতকের দ্বিতীয়ার্ধ্ব ১৮৫০ থেকে ১৯০০ সালের তুলনায় ২০১৮ সালে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে ১.১৬ ডিগ্রি সেলসিয়াস (২.০৯ ডিগ্রি ফারেনহাইট)।

রিপোর্টে বলা হয়, ২০১৮ সালের তাপমাত্রা ২০১৫, ২০১৬ ও ২০১৭ সালের চেয়ে কম। তবে ২০১৫ সালের আগে সব বছরের চেয়ে বেশী।

উষ্ণতা পর্যবেক্ষণের ইতিহাসে ২০১৬ সাল হচ্ছে সবচেয়ে উষ্ণতার বছর। আবহাওয়ার স্বল্পমেয়াদি প্রাকৃতিক তারতম্যের কারণে ২০১৮ সালের তাপমাত্রা পূর্ববর্তী তিন বছরের চেয়ে সামান্য কম। তবে এই উষ্ণতার প্যাটার্ন দীর্ঘমেয়াদে বৈশ্বিক উষ্ণায়নের দিকে।

গবেষকেরা বলছেন, কেবল জাপানেই নয়, দাবদাহের কারণে এ বছর বিশ্বজুড়ে মৃত্যুর হার বেড়ে যাবে। শিল্পযুগের সূচনার পর এই বছরটি হতে যাচ্ছে চতুর্থ উষ্ণতম বছর। শুধু তা-ই নয়, ২০০১ সাল থেকে চলতি বছর পর্যন্ত এই ১৮ বছরের মধ্যে ১৭ বছরই অত্যন্ত উষ্ণ ছিল।

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের জলবায়ু বিজ্ঞানী ডেনিয়েল সোয়াইন বলেন, ‘আমরা এমন এক বিশ্বে বাস করছি, যা স্বাভাবিকের চেয়ে উষ্ণ হয়ে উঠেছে।’ ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোভিত্তিক সাময়িকী প্লস মেডিসিন-এ গত মাসে প্রকাশিত এক গবেষণা নিবন্ধে সতর্ক করা হয়, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এখনই পদক্ষেপ না নিলে যুক্তরাষ্ট্রে ২০৮০ সাল নাগাদ দাবদাহের কারণে মৃত্যুর হার পাঁচ গুণ বেড়ে যাবে।

Bootstrap Image Preview