Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নিজেকে প্রেসিডেন্ট দাবি করা কে এই গুইদো?

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০১৯, ০৩:১৪ PM
আপডেট: ২৬ জানুয়ারী ২০১৯, ০৩:১৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বিশ্বের কাছে কয়েক দিন আগ পর্যন্ত অপরিচিত ছিলেন ভেনিজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলির নেতা জুয়ান গুইদো। বুধবার ঘটে পটপরিবর্তন। প্রেসিডেন্ট মাদুরোবিরোধী এক বিক্ষোভ সমাবেশ থেকে ৩৫ বছর বয়সী এই নেতা নিজেকে দেশের অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা দেন।

আর কিছুক্ষণের মধ্যেই তাকে স্বীকৃতি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে অনুসরণ করে কানাডা। রাজধানী কারাকাস থেকে ২০ মাইল দূরের বন্দর নগরী লা গুয়াইরায় বেড়ে উঠেছেন গুইদো। ১৯৯৯ সালে এক ভূমিধসে ৩০ হাজার মানুষের প্রাণহানি ঘটলেও সেই দুর্যোগ এলাকায় থেকেও বেঁচে যায় গুইদোর পরিচয়।

২০০৭ সালে তৎকালীন প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের বিরুদ্ধে ছাত্র বিক্ষোভে অংশ নিয়ে রাজনীতির হাতেখড়ি নেন গুইদো। তিনি বাজার অর্থনীতির সমর্থক। দলের নীতির সঙ্গে মিলিয়ে আঞ্চলিক সরকারের অর্থনৈতিক স্বাধীনতা চান তিনিও।

গুইদোর বন্ধু ও বিরোধী নেতা ফ্রেডি গুয়েভারা বলেন, ‘গুইদো একজন যোদ্ধা ও শাশ্বত আশাবাদী মানুষ। তিনি বিনয়ী ও আন্তরিক।’

Bootstrap Image Preview