Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

দেরিতে ঘুম থেকে উঠায় গৃহবধূ খুন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০১৯, ০২:৩৩ PM
আপডেট: ২৬ জানুয়ারী ২০১৯, ০২:৩৩ PM

bdmorning Image Preview


প্রতিদিন দেরিতে ঘুম থেকে ওঠায় খুন হলেন রোমিতা নামের এক গৃহবধূ। এমনটাই অভিযোগ করে থানায় মামলা দায়ের করেন রোমিতার বাবা-মা। 

শুক্রবার (২৫ জানুয়ারি) সকালে ভারতের পশ্চিমবঙ্গের পাটুলি নামক স্থানে এ ঘটনা ঘটে। নিজ ঘরে উদ্ধার হয় গৃহবধূ রোমিতার ঝুলন্ত দেহ।

এ ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের পাটুলি নামক জায়গায়। এমর্মে পাটুলি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

রোমিতার বাবা জানান, শুক্রবার সকালে রোমিতার শ্বশুড়বাড়ি থেকে খবর আসে রোমিতাকে পিয়ারলেস হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ খবরে দ্রুত হাসপাতালে গিয়ে জানতে পারেন, রোমিতা মারা গেছেন।

ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, ২০১৭ সালে পাটুলির ব্যাংক কর্মকর্তা শুভ্রজ্যোতি চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয় মধ্যমগ্রামের রোমিতা চট্টোপাধ্যায়ের।

বিয়ের পর ব্যাংকে চাকরি হয় রোমিতারও। এরপর থেকেই মাঝেমধ্যে চাকরি করে ক্লান্ত হয়ে রাত করে ঘরে ফেরেন রোমিতা। এ কারণে প্রায়ই দেরিতে ঘুম থেকে উঠতেন। এ বিষয়ে প্রবল আপত্তি ছিল শ্বশুরবাড়ির লোকজনের। দেরিতে ঘুম থেকে ওঠায় রোমিতাকে রোজই শুনতে হতো নানা ধরনের কটূক্তি।

এভাবেই একসময় শুরু হয় মানসিক নির্যাতন। মানসিক নির্যাতন এরপর শারীরিক নির্যাতনে রুপ নেয়। ঘটনার তদন্ত শুরু করেছে পাটুলি থানা পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন তারা।

Bootstrap Image Preview