Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অষ্ট্রেলিয়ায় রেকর্ড ভাঙা তীব্র দাবদাহে মরছে বন্য প্রাণী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০১৯, ১২:৩২ PM
আপডেট: ২৬ জানুয়ারী ২০১৯, ১২:৩২ PM

bdmorning Image Preview


সেন্ট্রাল অস্ট্রেলিয়ার সান্তা তেরেসার একটি শুকিয়ে যাওয়া জলাশয়ে ৯০টি মৃত বন্য ঘোড়া খুঁজে পেয়েছে অ্যাবোরিজিন্যাল রেঞ্জার্সের একটি দল। এই সপ্তাহের রেকর্ড ভাঙা তীব্র দাবদাহে তাদের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।

স্থানীয় কর্তৃপক্ষ সেন্ট্রাল ল্যান্ড কাউন্সিলের(সিএলসি) একটি বিবৃতির বরাত দেশটির সংবাদ মাধ্যম এ খবর জানিয়েছে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, তারা এই মৃত ঘোড়াগুলো এবং মৃতপ্রায় আরও ৫০টি ঘোড়া সেখান থেকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে। কারণ এসব ঘোড়ার মরদেহ আশেপাশের অন্যান্য জলাশয়ের পানি বিষাক্ত করতে পারে।

তীব্র দাবদাহের কারণে নির্ভরযোগ্য পানির উৎসগুলো শুকিয়ে যাওয়ায় জনবিরল এই অঞ্চলের ঘোড়া এবং অসংখ্য অন্যান্য প্রাণি তৃষ্ণায় মারা যাচ্ছে। কিন্তু তাদেরকে সহযোগিতা করতে কেউ প্রস্তুত নয় বলে বিবৃতিটিতে বলেন সিএলসি’র পরিচালক ডেভিড রস।

Bootstrap Image Preview