Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বেতনের বদলে কর্মীদের গাঁজা দেবে কোম্পানি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০১৯, ০৭:০৭ PM
আপডেট: ২৫ জানুয়ারী ২০১৯, ০৭:০৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


শাটডাউনের জেরে বিপর্যস্ত আমেরিকা। শাটডাউন দীর্ঘায়িত হওয়ায় বেতন পাননি প্রায় ৮ লক্ষ কর্মী। এই টালমাটাল পরিস্থিতিতেই বেতন না পাওয়া কর্মীদের জন্য সুখবর আনল সে দেশের একটি মারিজুয়ানা বা গাঁজা প্রস্তুত কারক সংস্থা। সম্প্রতি তারা ঘোষণা করেছে, বেতন না পাওয়া কর্মীদের বিনামূল্যে গাঁজা দেওয়া হবে।

আমেরিকায় গাঁজা উত্পাদক সংস্থাগুলির মধ্যে ‘বাডট্রেডার’ অন্যতম। মাইনে না পাওয়ায় যারা গাঁজা কিনতে পারছেন না, তাদের সমস্যার সমাধানে হাত বাড়িয়ে দিয়েছে এই সংস্থা। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করে বিনামূল্যে ‘মেডিক্যাল মারিজুয়ানা’ দেওয়ার কথা জানিয়েছে।

ওই পোস্টে তারা জানিয়েছে, ‘সরকারি শাটডাউনের জন্য যে সমস্ত ফেডেরাল কর্মীরা মেডিক্যাল মারিজুয়ানা কিনতে পারছেন না, তাদের বিনামূল্যে গাঁজা দেবে বাডট্রেডার।’ তবে যত খুশি গাঁজা বিনামূল্যে দেবে না ওই সংস্থা। ক্যালিফোর্নিয়ার অ্যাডল্ট ইউজ নিয়ম মেনে একটি নির্দিষ্ট পরিমান গাঁজা বিনামূল্যে দেবে তারা।

বাডট্রেডার সংস্থার সিইও ব্রাড ম্যাকলাঘলিন বলেছেন, ‘‘বেতন না পেয়ে কঠিন সময়ের মধ্য দিয়ে যাওয়া মানুষদের একটু স্বস্তি দিতেই আমাদের এই পদক্ষেপ।’’

বিনামূল্যে গাঁজা পাওয়ার জন্য বাডট্রেডারের অফিসিয়াল ওয়েবসাইট দেখার অনুরোধ করা হয়েছে ওই পোস্টে। তবে যাদের বিনামূল্যে গাঁজা দেওয়া হবে, তাদের নামও গোপন রাখা হবে সংস্থার তরফে। কানাডার মতো সারা আমেরিকায় গাঁজার ব্যবহারকে আইনি মান্যতা দেওয়ার জন্য সেনেটে ভোট হওয়ার কথাও চলছে ।

Bootstrap Image Preview