Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইরানের সঙ্গে আর্থিক লেনদেন ব্যবস্থা চালু করতে যাচ্ছে ইউরোপ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০১৯, ০১:৫৯ PM
আপডেট: ২৫ জানুয়ারী ২০১৯, ০১:৫৯ PM

bdmorning Image Preview


মার্কিন নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন শিগগিরই বিশেষ আর্থিক লেনদেন ব্যবস্থা ‘এসপিভি’ চালু করতে যাচ্ছে। 

আগামী সোমবার (২৮ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে এই ব্যবস্থা চালু হতে পারে বলে জানিয়েছেন পার্সটুডে এক প্রতিবেদনে।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনির একজন মুখপাত্র ব্রাসেলসে জানিয়েছেন, ইরানের সঙ্গে বাণিজ্যিক লেনদেনের জন্য বিশেষ আর্থিক ব্যবস্থা চালুর বিষয়টি অনেকদূর এগিয়েছে এবং তা শিগগিরই চালু হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক তিন ইউরোপীয় কূটনীতিকের বরাত দিয়ে ব্লুমবার্গ টেলিভিশন জানিয়েছে, আগামী ২৮ জানুয়ারি সোমবার ‘এসপিভি’ চালু করার সিদ্ধান্ত নেয়া হলেও কিছু খুঁটিনাটি বিষয় বাকি থাকায় এটি চালু করার দিনক্ষণ শেষ মুহূর্তে পিছিয়ে যেতে পারে।

এর আগে বৃহস্পতিবার ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভস লা দ্রিয়াঁ বলেছিলেন, মার্কিন নিষেধাজ্ঞার মুখে ইরানের সঙ্গে বহির্বিশ্বের অর্থনৈতিক লেনদেন চালু রাখার বিশেষ ব্যবস্থা- এসপিভি শিগগিরই চালু হতে যাচ্ছে।

অপরদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এসপিভি চালু করতে দেরি হলে এর যেকোনো পরিণতির জন্য ইউরোপকে দায়ী থাকতে হবে।

উল্লেখ্য, ২০১৮ সালের মাঝামাঝি সময়েই ইউরোপ বহির্বিশ্বের সঙ্গে আর্থিক লেনদেনের জন্য স্পেশাল ভেহিকেল সিস্টেম বা এসপিভি চালু করার প্রতিশ্রুতি দেয়। কিন্তু সে প্রতিশ্রুতি এখনও বাস্তবায়িত হয়নি। অবিলম্বে ওই ব্যবস্থা চালু না হলে ইরান পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছে।

Bootstrap Image Preview