Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দুইয়ের বেশি সন্তান হলে সকল অধিকার কেড়ে নেওয়া হোকঃ রামদেব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০১৯, ১২:৫১ PM
আপডেট: ২৫ জানুয়ারী ২০১৯, ১২:৫১ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


যোগগুরু রামদেব এবার দুই সন্তান নীতি নিয়ে কড়া অবস্থানের কথা জানালেন। তার মনে, যাদের দুইয়ের বেশি সন্তান রয়েছে, তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া উচিত। এমনকী, নির্বাচনেও লড়াই করতে দেওয়া উচিত নয় তাদের।

গত বুধবার ভারতের উত্তরপ্রদেশে পতঞ্জলি পরিধানের একটি উদ্বোধনী অনুষ্ঠানে। যোগ দিয়ে যোগগুরু তথা পতঞ্জলি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রামদেব এই মন্তব্য করেন।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, তিনি শুধু ভোটাধিকার কেড়ে নেওয়া বা নির্বাচনী লড়াইয়ে বিধি নিষেধের নিদান দিয়েই থেমে থাকেননি। বরং যোগ করেছেন যে দুইয়ের বেশি সন্তান হলে কেড়ে নেওয়া উচিত সব অধিকার।

তিনি বলেন, 'ওঁদের স্কুল-কলেজ-হাসপাতাল, কিছুই ব্যবহার করতে দেবেন না। সরকারি চাকরিও করতে দেবেন না। তাহলেই দেখবেন জনসংখ্যা নিয়ন্ত্রণের কাজ শুরু হয়ে গিয়েছে।'

তিনি আরও জানুয়েছেন, এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হলে, তা সকলের উপরই কার্যকর করা উচিত। এই সিদ্ধান্তের ক্ষেত্রে কোনওভাবেই হিন্দু-মুসলিম ভেদাভেদ করা উচিত নয়।

প্রসঙ্গত, এই প্রথম নয়। এর আগেও যোগগুরু রামদেব এই ধরনের মন্তব্য করেছেন। দুইয়ের বেশি সন্তান হলে কেড়ে নেওয়া উচিত ভোটাধিকার। নভেম্বর মাসে তিনি একথা বলেছিলেন। তখন তিনি দাবি করেছিলেন যে তার মতো অবিবাহিতদের বিশেষ পুরস্কারের ব্যবস্থা করা উচিত প্রশাসনের।

Bootstrap Image Preview