Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিনামূল্যে গর্ভবতী নারীদের হাসপাতালে পৌঁছে দিচ্ছেন এই অটোচালক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ জানুয়ারী ২০১৯, ১১:০২ AM
আপডেট: ২৫ জানুয়ারী ২০১৯, ১১:০২ AM

bdmorning Image Preview


গর্ভবতী নারীদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা বিনামূল্যে পরিষেবা দিচ্ছেন একজন অটো চালক।

ভারতের কর্ণাটকের এই অটো চালক ২৪ ঘণ্টাই বিনামূল্যে গত পাঁচ বছর ধরে এই কাজ করে চলেছেন। কর্ণাটকের কালবুর্গি শহরের শান্তিনগরের বাসিন্দা এই অটো চালকের নাম মল্লিকার্জুন।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, মল্লিকার্জুন নিজের রাজ্যের গর্ভবতী মহিলাদের জরুরি সময়ে সাহায্যের জন্য গত পাঁচ বছর ধরেই একেবারে বিনামূল্যে সড়ক যানবাহন সরবরাহ করছেন। তার দাবি, ১০০ জনেরও বেশি গর্ভবতী মহিলাকে বিনামূল্যে সেবা দিয়ে সাহায্য করেছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে আরও বলা হয়েছে, মল্লিকার্জুনের সব মিলিয়ে রয়েছে মোট চারটি অটো। প্রতিটি অটোয় তিনি স্পষ্টভাবে তার মোবাইল নম্বর এবং গর্ভবতী মহিলাকে হাসপাতালে পৌঁছানোর প্রয়োজনে এই ২৪/৭ বিনামূল্য পরিষেবা সম্পর্কে বিস্তারিতভাবে উল্লেখও করেছেন।

বিনামূল্যে এমন পরিষেবা দেওয়ার সম্পর্কে মল্লিকার্জুন জানান, পাঁচ বছর আগে আমার গর্ভবতী বোনকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় খুবই সমস্যায় পড়ি। আমাদের এখানে কোনও অ্যাম্বুলেন্স ছিল না। তাই আমি নিজেই এই কাজ শুরু করি।

তিনি আরো জানান, আমার অটোর পেছনে আমার মোবাইল নম্বর লেখা আছে। মানুষের যখন অটো দরকার তখন আমাকে ডাকেন।

Bootstrap Image Preview