Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নতুন স্যাটেলাইট পাঠাচ্ছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০১৯, ০৯:৪৬ PM
আপডেট: ২৪ জানুয়ারী ২০১৯, ০৯:৪৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ইরান আগামী কয়েক দিনের মধ্যে কক্ষপথে নতুন স্যাটেলাইট পাঠাবে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি।

বুধবার মন্ত্রিসভার বৈঠকের পর তিনি একথা জানান

জেনারেল হাতামি বলেন, ইসলামি বিপ্লবের ৪০তম বার্ষিকী উদযাপনের আগেই ইরান এ স্যাটেলাইট কক্ষপথে পাঠাবে।

তিনি জানান, ইরানের তৈরি সাফির ক্যারিয়ারে করে নতুন এ স্যাটেলাইট পাঠানো হবে এবং এটি মহাকাশের ২৬০ কিলোমিটার গভীরে যাবে। এছাড়া, চলতি মাসে ইরান একটি স্যাটেলাইট কক্ষপথে পাঠায় কিন্তু শেষ মুহূর্তে কিছু ত্রুটির কারণে তা সফল হয় নি। জেনারেল হাতামি বলেন, ওই স্যাটেলাইটের ত্রুটি চিহ্নিত করা হয়েছে এবং শিগগিরি তা আবারো উৎক্ষেপণ করা হবে।

কয়েক দিন আগে ইরানের মহাকাশ গবেষণা সংস্থার প্রধানের উপদেষ্টা সাইয়্যেদ হোসেইনি মুসাভি জানিয়েছিলেন, ইরান শিগগিরিই ‘পাইয়াম’ (বার্তা) এবং ‘দোস্তি’ (বন্ধুত্ব) নামে দুটি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে।

Bootstrap Image Preview