Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'নৈতিক চরিত্রের মাধ্যমে আগামীর সুন্দর দেশ গড়ার আহবান'

এম.এ.এইচ রাব্বী, চট্টগ্রাম প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০১৯, ০৮:৩৮ PM
আপডেট: ২৪ জানুয়ারী ২০১৯, ০৮:৩৮ PM

bdmorning Image Preview


চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ সুখছড়ী রহমানিয়া আদর্শ দাখিল মাদরসার ২০১৯ সালে অনুষ্ঠিতব্য দাখিল পরিক্ষার পরিক্ষার্থীদের দোয়া মাহফিল ও বিদায় সংবর্ধনা উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

বৃহস্পতিবার (২৪শে জানুয়ারী) দুপুরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে বক্তারা বলেন, লেখাপড়ার পাশাপাশি নৈতিক শিক্ষা ও আধুনিক বিজ্ঞানের জ্ঞান সম্পর্কে ধারণা থাকা খুবই প্রয়োজন। সময় খুবই মূল্যবান, অযথা সময় নষ্ট করার মত সময় এখন নাই। যে যত বেশী সময়ের মূল্য দিয়ে সময়কে লেখাপড়ায় জ্ঞান আহরণের কাজে ব্যয় করবে, সে ততবেশি জীবনে উন্নতি সাধন করতে পারবে। বর্তমান যুগ তথ্য নির্ভর, এ যুদ্ধে অবতীর্ণ হতে হলে সঠিক তথ্য ও জ্ঞান আহরণে একনিষ্ঠ হয়ে কাজ করতে হবে। লেখাপড়ার পাশাপাশি পিতামাতা ও শিক্ষকের প্রতি আনুগত্য প্রকাশ শিক্ষার একটি শ্রেষ্ঠ বাহন।  

বক্তারা আরো বলেন, কোরআন থেকে জ্ঞান আহরণ করে মানুষ চাঁদ, নক্ষত্র, নতুন নতুন গ্রহ আবিস্কার করেছে, পৃথিবীর মানুষ আজ জ্ঞান বিজ্ঞান নিয়ে বহু আধুনিক যন্ত্রপাতি আবিস্কার করেছে। আগামীতে আরো এগিয়ে যাবে। প্রত্যেক ছাত্রছাত্রীকে সুন্দর পড়ালেখার মাধ্যমে পরীক্ষায় ভাল ফলাফল অর্জন করে মাদরাসার সুনামের ধারা অব্যাহত রাখতে হবে। শিক্ষার্থীদের উপর জাতির ভবিষ্যৎ নির্ভর করছে। তারা সুশিক্ষিত হয়ে উঠলে জাতি উন্নত হবে। পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের লেখা-পড়ায় আরো মনোযোগী হওয়ার পরামর্শ দেন তারা। 

সুখছড়ী রহমানিয়া আদর্শ দাখিল মাদরাসার সুপার মাওলানা নাজির হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ও চুনতী হাকিমিয়া কামিল (এম.এ) মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি মাওলানা হাসান রউফি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদরাসা পরিচালনা কমিটির দাতা সদস্য ও ব্যবসায়ী সাইফুল ইসলাম, পরিচালনা পরিষদ সদস্য মুহাম্মদ আব্দুল গফুর, আমিরাবাদ কাঁচা বাজার মালিক সমিতির সভাপতি আবদুল মালেক, সমাজ সেবক মুহাম্মদ আনোয়ার হোসাইন।

অত্র মাদরাসার সহ সুপার মাওলানা হামিদুল হকের সঞ্চালনায় মান্যগণ্য ব্যক্তিবর্গ, শিক্ষাবীদ সহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা নেজাম উদ্দীনের বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

দীর্ঘ দশ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিদায়ের সন্ধিক্ষণে মুখামুখি হওয়ায় শিক্ষার্থীরা আবেগ আপ্লুত হয়ে পড়তে দেখা যায়।  

Bootstrap Image Preview