Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

লালপুরে স্বামীর শোকে স্ত্রীর মৃত্যু  

অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০১৯, ০৬:৪৩ PM
আপডেট: ২৪ জানুয়ারী ২০১৯, ০৬:৪৩ PM

bdmorning Image Preview


নাটোরের লালপুর গোপালপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর জামিরুল ইসলাম দুর্বৃত্তের হাতে নৃশংসভাবে খুন হওয়ার পর মৃত্যু হয়েছে তার শোকাহত স্ত্রীর।  

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) ভোর ৬টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ওই কাউন্সিলরের স্ত্রী আছিয়া খাতুন (২৪)। সে বিরোপাড়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। তাদের  আব্দুল আজিম (১৩) ও জান্নাতুল মাওয়া বিদ্যা (৩) নামে দুই সন্তান রয়েছে। 

রবিবার (২০ জানুয়ারী) দুপুর সাড়ে ১২ টার দিকে বিরোপাড়া তার নিজ বাড়ি থেকে মাত্র ২০০ গজ দূরে দুর্বৃত্তরা কাউন্সিলর জামিরুলকে কুপিয়ে হত্যা করে। সদা হাস্যজ্জ্বল স্বামীর এই মৃত্যুর সংবাদ শোনার পর শোকে কাতর হয়ে পড়ে স্ত্রী আছিয়া। এক পর্যায়ে বুধবার (২৩ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে সে ব্রেইন স্ট্রোক করে। পরে তাকে রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়।

স্বামী খুন হওয়ার পর স্ত্রীর এমন মৃত্যু হওয়ায় এলাকা শোকে নিস্তব্ধ হয়ে পড়েছে। তাদের দুই সন্তানকে সাত্ত্বনা দেয়ার ভাষা হারিয়ে ফেলেছে আত্মীয়-স্বজন ও এলাকাবাসীরা। 

আছিয়ার ভাসুর বড় ভাই শহিদুল ইসলাম জানান, জামিরুলের (আছিয়ার স্বামী) মৃত্যুর দিন থেকে আছিয়া এক টানা আহাজারী করছিল। যার কারণে সে ব্রেইন ষ্ট্রোক করে। সঙ্গে সঙ্গে তাকে রাজশাহী সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

চিকিৎসা চলাকালীন অবস্থায় বৃহস্পতিবার ভোর ৪টায় তার মৃত্যু হয়। আজই দুপুর আড়াইটায় বিরোপাড়া গোরস্থানে স্বামীর পাশেই তার দাফন সম্পন্ন করা হয়েছে।

এ ব্যাপারে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জুয়েল বলেন, স্বামীর খুন হওয়ার পরে স্ত্রীর মৃত্যুর বিষয়টি বড় মর্মান্তিক। এ নিয়ে এলাকায় যাতে কোন অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে, তার জন্য এলাকায়  পুলিশ মোতায়েন রাখা হয়েছে।  
 

Bootstrap Image Preview