Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নববর্ষে কর্মীদের ৬২ লাখ টাকা করে বোনাস দেয় যে প্রতিষ্ঠান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০১৯, ০৩:৩৫ PM
আপডেট: ২৪ জানুয়ারী ২০১৯, ০৩:৩৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


চীনে নববর্ষ উপলক্ষে স্প্রিং ফেস্টিভাল হয়। বছর শেষের এই উৎসবে বোনাস দেয়ার রীতি রয়েছে। বেশিরভাগ চীনা সংস্থা তাদের কর্মীদের বর্ষশেষের বোনাস হস্তান্তর করতে প্রস্তুত।

তবে যদি শোনেন ৬২ লাখ টাকা বোনাস দিচ্ছে একটি কোম্পানি, তাহলে অবাক না হওয়ার উপায় থাকে না। অবাক হলেও সত্য যে, চীনের জিয়াংসি প্রদেশের নাংচাং শহরে একটি ইস্পাত সংস্থা তাদের কর্মীদের এই পরিমাণ বোনাস দিতে চলেছে।

সাংহাইস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, স্টিল প্ল্যান্টটি বছরের শেষে বোনাস হিসেবে তাদের কর্মচারীদের কত টাকা দিচ্ছে তা দেখাতে ৩০০ মিলিয়ন ইউয়ান (৪৪ মিলিয়ন ডলার) মূল্যের নোট দিয়ে একটি ‘টাকার পাহাড়' গড়ে ফেলে। এই টাকার মূল্য হলো ৩৪ কোটি টাকা, যা ওই কোম্পানির ৫০০০ কর্মীকে বোনাস হিসেবে দেওয়া হচ্ছে।

প্রতিটি ভাগ্যবান কর্মচারী গড়ে বছরের শেষ বোনাস হিসেবে পেয়েছেন ৬০ হাজার ইউয়ান বা ৬২ লাখ টাকা!

একজন কর্মচারী জানান, এত বড় বোনাস! আমি জানিই না পুরোটা খরচা করব কীভাবে।

চীনা কোম্পানিগুলো বছরের শেষ বোনাস বিতরণের জন্য এমন চমকপ্রদ উপায় যে এই প্রথমবার ব্যবহার করছে, তা নয়। গত বছরও, একটি কোম্পানি তার কর্মীদের একটি গেম শোতে অংশ নিতে বলে। একটা নির্দিষ্ট সময় বলে দিয়ে তাদের যত খুশি টাকা তুলে নিতে বলা হয়।

Bootstrap Image Preview