Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ব্যাটিংয়ে দুই, বোলিংয়ে দেশিদের একক আধিপত্ত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০১৯, ১২:৩৫ PM
আপডেট: ২৪ জানুয়ারী ২০১৯, ১২:৩৫ PM

bdmorning Image Preview


বুধবার খুলনা ও সিলেট ম্যাচ দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের ষষ্ঠ আসরে তৃতীয় পর্বের খেলা শেষ হয়েছে। শুক্রবার থেকে চিটাগংয়ে শুরু হচ্ছে চতুর্থ পর্বের খেলা। তবে তিন পর্ব শেষে সেরা পাঁচ রান সংগ্রহকের তালিকার আছেন বাংলাদেশের দুই ব্যাটসম্যান। তবে বোলিং ডিপার্টমেন্টের সেরা পাঁচটি আসর দখলে রয়েছে বাংলাদেশি বোলারদের।

ধারাবাহিক পারফরম্যান্স করে শীর্ষ আছেন রংপুর রাইডার্সের ব্যাটসম্যান রাইলি রুশো। ৮ ইনিংসে ৪টি অর্ধশতকে দক্ষিণ আফ্রিকান এই ব্যাটসম্যানের সংগ্রহ ৩৫৯ রান। পরের স্থানে আছেন বাংলাদেশের মি. ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। ৭ ইনিংসে ২৭৭ রান করেছেন চিটাগং ভাইকিংসের অধিনায়ক। তিনটি অর্ধশতকে ডানহাতি এই ব্যাটসম্যানের স্ট্রাইক রেট ১৩৪.৪৬। একই সঙ্গে তিনটি ম্যাচেই ম্যাচ সেরার পুরস্কার ওঠে তার হাতে। 

সর্বোচ্চ রান:

০১. রাইলি রুশো (রংপুর রাইডার্স)   রান- ৩৫৯  ইনিংস- ৮  সর্বোচ্চ- ৮৩     

০২. মুশফিকুর রহিম (চিটাগাং ভাইকিংস)  রান-২৭৭ ইনিংস- ৮ সর্বোচ্চ- ৭৫

০৩. নিকোলাস পুরান (সিলেট সির্ক্সাস)     রান- ২৭২  ইনিংস- ৮  সর্বোচ্চ-৭২

০৪. জুনায়েদ সিদ্দিকী (খুলনা টাইটান্স)    রান- ২৪৯  ইনিংস- ৯  সর্বোচ্চ-৭০

০৫. ডেভিড ওয়ার্নার (সিলেট সির্ক্সাস) রান- ২২৩  ইনিংস- ৮  সর্বোচ্চ- ৬৩

সর্বোচ্চ উইকেট:

বিপিএলের ষষ্ঠ আসরের শুরু থেকে বল হাতে দাপট দেখিয়েছে দেশি ক্রিকেটাররা। প্রথমে বোলিংয়ে সর্বোচ্চ উইকেট নেওয়ার তালিকায় তাসকিন শীর্ষে থাকলে টানা ২ ম্যাচে(৪+৩) ৭ উইকেট নিয়ে তাকে ছাড়িয়ে যান সাকিব আল হাসান।  তিন পর্ব শেষে তাসকিনের অবস্থান এখন টেবিলের দ্বিতীয় স্থানে। 

০১. সাকিব আল হাসান (ঢাকা ডাইনামাইটস) উইকেট-১৭ ইনিংস-৮ সেরা বোলিং-৪-১৬

০২. তাসকিন আহমেদ (সিলেট সিক্সার্স) উইকেট-১৬ ইনিংস-৮ সেরা বোলিং- ৪/২৮

০৩. মাশরাফি বিন মর্তুজা (রংপুর রাইডার্স) উইকেট-১৩, ইনিংস-৮ সেরা বোলিং- ৪/১১

০৪. শফিউল ইসলাম (রংপুর রাইডার্স) উইকেট-১৩, ইনিংস-৮ সেরা বোলিং- ৩/৩১

০৫. আরাফাত সানী (রাজশাহী কিংস) উইকেট-১২, ইনিংস-৮ সেরা বোলিং-৩/৮

Bootstrap Image Preview