Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানে থেকে ৪৫০ বোতল ফেনসিডিল উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২২ জানুয়ারী ২০১৯, ১০:১৮ AM
আপডেট: ২২ জানুয়ারী ২০১৯, ১০:১৮ AM

bdmorning Image Preview


মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ী ফেরিঘাট এলাকা থেকে বিপুল পরিমান ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

সোমবার (২১ জানুয়ারি) বিকেলে শিবচরের কাঁঠালবাড়ী ঘাটে র‌্যাবের বিশেষ অভিযানে দুইজনকে আটক করা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার রইস উদ্দিন ও ফরিদপুর  র‌্যাব এর মেজর তালুকদার নাজমুস সাকিব এর নেতৃত্বে র‌্যাব এর একটি দল কাঠালবাড়ী ঘাটে অভিযান চালায়।

অভিযানকালে ঢাকাগামী জননী এক্সপ্রেস পার্সেল সার্ভিস নামক একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানে (ঢাকা মেট্রো-ট-২০-৭২৭৫) তল্লাশি করে চালকের সিটের নিচে থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় কাভার্ড ভ্যানের চালক মোঃ জাকির হোসেন (৪৫) ও মোঃ মেহেদী হাসানকে (১৯) আটক করে র‌্যাব।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, উদ্ধারকৃত ফেনসিডিল সাতক্ষীরা থেকে নারায়ণগঞ্জ নিয়ে যাওয়া হচ্ছিল।

আটক জাকির ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার বাগৈর মাজের হাটি গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে ও মেহেদী খুলনা জেলার খালিশপুর থানার আলমনগর গ্রামের মোঃ আবুল হাসেনের ছেলে।

র‌্যাব ৮ এর অতিরিক্ত পুলিশ সুপার রইস উদ্দিন  জানান, কাঠালবাড়ী ফেরি ঘাট থেকে কার্ভাড ভ্যান এর মধ্যে থাকা বিপুল পরিমান ফেন্সিডিল সহ ২ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের শিবচর থানায় হস্তন্তর করা হয়েছে।

Bootstrap Image Preview