Bootstrap Image Preview
ঢাকা, ২৮ সোমবার, সেপ্টেম্বার ২০২০ | ১২ আশ্বিন ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

শততম গোলের মাইলফলকে ম্যানসিটি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ জানুয়ারী ২০১৯, ০৩:৩৪ PM
আপডেট: ২১ জানুয়ারী ২০১৯, ০৩:৩৪ PM

bdmorning Image Preview


রবিবার ইপিএলে জন স্মিথ স্টেডিয়ামে হাডার্সফিল্ডকে ৩-০ গোলে হারিয়ে নতুন নজির স্থাপন করল পেপ গুয়ার্দিওয়ালা ম্যাঞ্চেস্টার সিটি৷ চলতি মৌসুমে সব টুর্নামেন্ট মিলিয়ে একশো গোলের সীমানা ছাপিয়ে গেল ম্যান সিটি৷

এদিন ম্যানসিটি প্রথমার্ধের ১৮ মিনিটে ১-০ করেন দানিলো। সেটি ছিল এই মৌসুমে ক্লাবের ১০০তম গোল৷  ৫৪ ও ৫৬ মিনিটে ম্যান সিটির অন্য দু’টি গোল রাহিম স্টার্লিং এবং লেরয় সানের।

এই জয়ের সুবাদে ম্যান সিটি ২৩ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে ইপিএলের লিগ টপার হওয়ার দৌড়ে তাড়া করছে লিভারপুলকে (৬০)৷ যার মানে ফারাকটা আবার সেই ৪ পয়েন্টই দাঁড়াল। রবিবার অসাধারণ খেললেন লেরয় সানে। তিনিই ম্যাচের সেরা। নিজে গোল করলেন। একটি গোল করালেনও এই জার্মান ফুটবলার। 

চলতি মৌসুমে ইতিমধ্যেই ম্যান সিটি ১০২ বার বল জড়ায় প্রতিপক্ষের জালে৷ ইউরোপের সেরা পাঁচটি (ইংল্যান্ড, স্পেন, ফ্রান্স, ইতালি ও জার্মানি) লিগের মধ্যে প্রথম দল হিসাবে একশো গোলের মাইলস্টোন টপকে যায় ম্যাঞ্চেস্টার সিটি৷ দ্বিতীয় স্থানে থাকা প্যারিস সেন্ট জার্মেই থেকে একডজন গোলে এগিয়ে রয়েছে তারা৷ শেষ ম্যাচে ৯ গোলে জয়ের পর পিএসজি’র চলতি মৌসুমে গোলের সংখ্যা দাঁড়ায় ৯০৷

এই নিরিখে তৃতীয় স্থানে রয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা৷ লেগানেসকে ৩-১ গোলে হারানোর পর এই মৌসুমে বার্সেলোনার গোলসংখ্যা দাঁড়ায় ৮১৷

Bootstrap Image Preview