Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিলেট পর্ব শেষে দেশি সর্বোচ্চ ১০ রান সংগ্রাহক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ জানুয়ারী ২০১৯, ০১:৪০ PM
আপডেট: ২০ জানুয়ারী ২০১৯, ০১:৪০ PM

bdmorning Image Preview


এবারের বিপিএলে ঢাকা পর্বে দেশি ক্রিকেটাররা রান সংগ্রহের দিক থেকে বেশ পিছিয়ে ছিলেন। যার জন্য অনেকেই মিরপুরের পিচকে দোষ দিয়েছেন। ঢাকা পর্বে বিদেশি ব্যাটসম্যানরা দাপট দেখিয়েছেন।  এই দেখে অনেকেই বিপিএলের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্নও তুলেছেন। 

তবে দেশি ক্রিকেটারদের রান না পাওয়ার আক্ষেপ পূরণ হয়েছে সিলেট পর্বে। পঞ্চ পান্ডবের সকলেই ব্যাটেই রান দেখা গেছে সিলেটে। যেখানে এক ম্যাচে সর্বোচ্চ ৮৫ রানের ইনিংস খেলেছেন সাব্বির রহমান। এছাড়া মুশফিক ৭৫, তামিম ৭৩ সাকিব আল হাসান ৬১* ও মাহুমুদুল্লাহ ৫০ রান। লিটন দাস ও জুনায়েদ সিদ্দিকী দুজনেই খেলেন ৭০ রানের ইনিংস। তবে এই দুই ব্যাটসম্যানই ভাগ্য বিডম্বনার শিখার হয়ে রান আউট হয়েছিলেন। নতুন তাদের হাত দিয়েই হয়তো দেখা যেতে বিপিএল ষষ্ঠ আসরের প্রথম সেঞ্চুরি।  

বিপিএলে ১০ সর্বোচ্চ দেশি রান সংগ্রাহক

০১. জুনায়েদ সিদ্দিক - ২০৩ (৭ ম্যাচ, ৭ ইনিংস)
০২. মুশফিকুর রহিম - ১৯১ (৫ ম্যাচ ৫ ইনিংস)
০৩. মাহমুদুল্লাহ রিয়াদ - ১৫১ (৭ ম্যাচ, ৭ ইনিংস)
০৪. মোহাম্মদ মিথুন - ১৪৭ (৭ ম্যাচ, ৬ ইনিংস)
০৫. সাব্বির রহমান - ১৪১ (৭ ম্যাচ, ৭ ইনিংস) 
০৬. সাকিব আল হাসান - ১৩৫ (৬ ম্যাচ, ৬ ইনিংস)
০৭. তামিম ইকবাল - ১৩৩ (৬ ম্যাচ, ৬ ইনিংস)
০৮. রনি তালুকদার - ১৩১ (৬ ম্যাচ, ৬ ইনিংস) 
০৯. লিটন দাস - ১২৪ (৭ ম্যাচ, ৭ ইনিংস)
১০. আফিফ হোসেন - ১১২ (৭ ম্যাচ, ৭ ইনিংস)

আগামীকাল ২১ জানুয়ারি চিটাগংয়ে শুরু হচ্ছে বিপিএলে তৃতীয় পর্বের খেলা। দিনের প্রথম খেলায় মাঠে নামবে কুমিল্লা ও রাজশাহী। রাতের খেলায় মাঠে নামবে চিটাগং ও ঢাকা। 

Bootstrap Image Preview