Bootstrap Image Preview
ঢাকা, ২৮ সোমবার, সেপ্টেম্বার ২০২০ | ১২ আশ্বিন ১৪২৭ | ঢাকা, ২৫ °সে

পিএসজির ৯ গোলের জয়ে কাভানি-এমবাপের হ্যাটট্রিক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ জানুয়ারী ২০১৯, ১১:৫২ AM
আপডেট: ২০ জানুয়ারী ২০১৯, ১১:৫৫ AM

bdmorning Image Preview


শনিবার রাতে ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে গুইনগ্যাম্পকে ৯-০ গোলে হারিয়েছে পিএসজি। এমন জয়ে হ্যাটট্রিক করেছেন এডিনসন কাভানি ও কালিয়ান এমবাপে। জোড়া গোল করেছেন নেইমার দ্য সিলভা। আর একটি গোল করেছেন থমাস মুনিয়ের। গেল সপ্তাহেই কোপ দে ফ্রান্স লিগে গুইংগ্যাম্পের কাছে ২-১ ব্যবধানে হেরে থেকে বিদায় নিয়েছিল পিএসজি।

পিএসজির ঘরের মাঠে ১১ মিনিটে গোলের খাতা খোলেন নেইমার। ৩৭ মিনিটে নেইমারের ক্রসে ম্যাচে দ্বিতীয় গোলটি করেন এমবাপে। প্রথমার্ধের শেষ মিনিটে কাভানির ক্রস থেকে নিজের দ্বিতীয় গোল করে পিএসজিকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন এমবাপে।

বিরতির পর ৫৯ মিনিটে এডিনসন কাভানি গোল করে ব্যবধান করেন ৪-০। ৬৬ মিনিটে কাভানি তার জোড়া গোল পূর্ণ করলে ব্যবধান হয় ৫-০। ৬৮ মিনিটের মাথায় নেইমারও তার জোড়া গোল পূর্ণ করেন। তাতে পিএসজি এগিয়ে যায় ৬-০ ব্যবধানে।

৭৫ মিনিটে কাভানি তার হ্যাটট্রিক পূর্ণ করেন। লিড হয় ৭-০ ব্যবধানের। ৮০ মিনিটে এমবাপেও পূর্ণ করেন হ্যাটট্রিক। লিগে এটি তার ১৬তম গোল। আর ৮৩ মিনিটে গুইনগ্যাম্পের পরাজয়ের কফিনে শেষ পেরেকটি ঠুকেন থমাস মুনিয়ের। তাতে ৯-০ ব্যবধানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

এই জয়ের ফলে ১৯ ম্যাচ থেকে ৫৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই রয়েছে পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা লিলে ২১ ম্যাচ থেকে ৪০ পয়েন্ট সংগ্রহ করেছে।

Bootstrap Image Preview