Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নির্বাচনের ব্যাপারে ‘অর্থবহ সংলাপের’ আহ্বান জাতিসংঘ মহাসচিবের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০১৯, ০৯:২৭ PM
আপডেট: ১৯ জানুয়ারী ২০১৯, ০৯:২৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


জাতিসংঘ মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস মনে করেন বাংলাদেশে নির্বাচন সঠিক হয়নি। নির্বাচনি সমস্যা সমাধানে রাজনৈতিক দলগুলোর মধ্যে ‘অর্থবহ সংলাপ’ আয়োজনের আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জাতিসংঘ মহাসচিব।

বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে গুতেরেস বলেন, ‘এটা পরিষ্কার যে নির্বাচন সঠিক হয়নি।’

তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানাই, তারা যেন অর্থবহ সংলাপ আয়োজন করেন। সবার যথা সম্ভব ইতিবাচক হওয়া উচিত।’

বাংলাদেশের নির্বাচনে অনিয়ম তদন্ত জাতিসংঘ কোন প্রতিনিধিদল পাঠাবে কিনা —এমন প্রশ্নে গুতেরেস বলেন, এ ধরনের তদন্ত করার এখতিয়ার জাতিসংঘের নেই।

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের মানুষকে ধন্যবাদ জানান জাতিসংঘ মহাসচিব। তিনি বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার। আমরা বাংলাদেশকে ধন্যবাদ দিতে চাই এত বেশি সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠিকে আশ্রয় দেয়ার জন্য।’

Bootstrap Image Preview