Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ইস্ত্রি না করে কাপড়ের কুঁচকানো ভাব দূর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০১৯, ০১:২৬ PM
আপডেট: ১৯ জানুয়ারী ২০১৯, ০১:২৬ PM

bdmorning Image Preview


অফিসে বা বন্ধুদের সঙ্গে কোন পার্টির উদ্দেশ্যে বের হবেন, এমন সময় দেখলেন কাপড় ইস্ত্রি করা নেই। ইস্ত্রিটাও গত সপ্তাহ থেকে নষ্ট। এখন উপায়? কিছু একটা উপায় তো আছেই। ইস্ত্রি ছাড়াও কাপড়ের কুঁচকানো ভাব দূর করা যায়। ইস্ত্রি করার মতো অতটা সুন্দর না হলেও কাজটা হয়ত চালিয়ে নিতে পারবেন। রইল তারই কিছু টিপস্ -

১. পোশাকের কুঁচকানো দাগগুলি দূর করার জন্য ব্যবহার করতে পারেন হেয়ার স্ট্রেইটনার। তবে ব্যবহারের সময় স্ট্রেইটনারের তাপ যাতে বেশি না হয়, সেদিকে নজর রাখতে হবে।

২. হ্যাঙারে পোশাকটি রেখে হেয়ার ড্রায়ার চালিয়ে কাপড়ের দিকে ধরুন। ড্রায়ারের উষ্ণ বাতাস কাপড়ের কুঁচকানো দাগ দূর করে দেবে।

 

৩. একটি স্প্রে বোতলে পানি নিয়ে পোশাকের উপর স্প্রে করে দিন। হ্যাঙারে ঝুলিয়ে শুকাতে দিন কিছুক্ষণ। তারপর দেখুন সব দাগ কেমন দূর হয়ে গেছে।

৪. যখন গোসল করছেন বা হট ওয়াটার বাথ নিচ্ছেন, হ্যাঙারে করে শার্টটি ঝুলিয়ে রাখুন বাথরুমে। উষ্ণতা কাপড়ের কুঁচকানোভাব দূর করবে।

Bootstrap Image Preview