Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাইকগাছা উপজেলা পরিষদের মাসিক আইনশৃংখলা সভা অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০১৯, ০৮:৩৪ PM
আপডেট: ১৭ জানুয়ারী ২০১৯, ০৮:৩৪ PM

bdmorning Image Preview


খুলনার পাইকগাছা উপজেলা পরিষদের মাসিক আইনশৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, ওসি (তদন্ত) প্রবীন চক্রবর্তী, অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম, আজহার আলী, ইউপি চেয়ারম্যান কে,এম, আরিফুজ্জামান তুহিন, কওসার আলী জোয়াদ্দার, গাজী জুনায়েদুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, প্রাক্তন অধ্যাপক জি,এম,এম, আজহারুল ইসলাম, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম. মোসলেম উদ্দীন আহম্মেদ, যুগ্ম সম্পাদক এন. ইসলাম সাগর, প্রভাষক মোমিন উদ্দীন, আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাফ হোসেন মুকুল, গ্রাম আদালত প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক মহিদুল ইসলাম ও বাস মালিক সমিতির প্রতিনিধি অধ্যাপক আজিজুর রহমান।

সভায় নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবুকে অভিনন্দন ও শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় নির্বাচন সম্পন্ন হওয়ায় নির্বাচন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়। এছাড়া পৌর সদরে যানজটমুক্ত ও সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাগামী পরিবহন কাউন্টার জনবহুল এলাকার বাইরে স্থানান্তর ও সড়কের উপর রাখা বাস অপসারণের সিদ্ধান্ত গৃহিত হয়। 

Bootstrap Image Preview