Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

আগামী বছরেই ফাইভ-জি পাবে বাংলাদেশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০১৯, ০৯:১৭ PM
আপডেট: ১৬ জানুয়ারী ২০১৯, ০৯:১৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


আগামী বছরেই ২০২০ সালে সারাদেশে আসছে ফাইভ-জি নেটওয়ার্ক। বুধবার (১৬ জানুয়ারি) টেলিকম রিপোটার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি) সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানের জহুরুল হক।

বিটিআরসির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় টিআরএনবি সভাপতি জাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক সমীর কুমার দে বক্তব্য রাখেন। এ সময় বিটিআরসির কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৮ দেশে ফোর-জি চালু হয়। ফোর-জি হচ্ছে ফোর্থ জেনারেশন বা চতুর্থ প্রজন্মের মোবাইল ফোন প্রযুক্তি। এর আগের প্রজন্মের প্রযুক্তি ছিল টু-জি এবং থ্রী-জি। টু-জিতে কেবল ফোন কল করা এবং টেক্সট মেসেজ পাঠানো যেত। এরপর থ্রী-জি প্রযুক্তিতে মোবাইল ফোন থেকে ইন্টারনেট ব্রাউজিং, ভিডিও কল করা এবং মিউজিক ও ভিডিও ডাউনলোড করার সুযোগ তৈরি হয়।

এদিকে গত বছরের ২৫ জুলাই প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের উপস্থিতিতে দেশে প্রথম ফাইভ-জি টেস্ট করা হয়।

Bootstrap Image Preview