Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

লা লিগায় মেসির ৪০০ গোল নিয়ে বিতর্ক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০১৯, ১০:১৩ AM
আপডেট: ১৫ জানুয়ারী ২০১৯, ১১:৪৭ AM

bdmorning Image Preview


রবিবার রাতে প্রথম ফুটবলার হিসেবে লা লিগায় ৪০০তম গোল করার রেকর্ড গড়লেন মেসি। লা লিগায় প্রথম ফুটবলার হিসেবে  ৪০০তম গোলের রেকর্ড স্বর্শ করেছেন। ৪৩৫ ম্যাচে মেসি এই গোল করেছেন। তবে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো ইউরোপের লিগ ফুটবলে ৫০৭ ম্যাচে ৪০৯টি গোল করেছেন। তাই মোট গোলের হিসাবে রোনালদো এগিয়ে থাকলেও মেসির কৃতিত্ব অনেক বেশি বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞেরা। 

২০০৪-’০৫ মৌসুমে বার্সেলোনার হয়ে লা লিগায় অভিষেক মেসির। সেই মৌসুমে অবশ্য সাত ম্যাচে মাত্র একটি গোল করেছিলেন তিনি। পরের মৌসুমে ১৭ ম্যাচে করেন ছয়টি গোল। ২০১১-’১২ মৌসুমে বিধ্বংসী ফর্মে থাকা মেসি লা লিগায় বার্সেলোনার হয়ে ৩৭ ম্যাচে ৫০টি গোল করেন। এ বছরও দুরন্ত ছন্দে মেসি। ইতিমধ্যেই লা লিগায় ১৭ ম্যাচে ১৭টি গোল করে ফেলেছেন তিনি।

লা লিগায় নজির গড়ার দিনেই আবার বিতর্কে জড়ালেন মেসি! স্পেনের বিখ্যাত ক্রীড়া পত্রিকা মার্সার দাবি ৪০০ নয়, ৩৯৯তম গোল করেছেন মেসি। ২০১১-’১২ মৌসুমে লা লিগায় বার্সেলোনা ৫-১ হারিয়েছিল আতলেতিকো বিলবাওকে। সেই ম্যাচে মেসি করেছিলেন জোড়া গোল।

স্প্যানিশ পত্রিকাটির দাবি, আতলেতিকো বিলবাও ডিফেন্ডার ফার্নান্দো আমোরেবিয়েতা বল বিমন্মুক্ত করতে গিয়ে নিজের গোলেই ঢুকিয়ে দেন। কিন্তু সেই ম্যাচের রেফারি আন্তোনিয়ো মিগুয়েল রিপোর্টে মেসির নামের পাশেই জোড়া গোল লেখেন। বার্সেলোনা সমর্থকেরা অবশ্যে মার্সার দাবিকে মানছেন না। তাঁদের অভিযোগ, মার্সা বরাবরই রিয়াল মাদ্রিদকে সমর্থন করে। এই কারণেই মেসির কৃতিত্বকে খাটো করার চেষ্টা চলছে।

রবিবার ক্যাম্প ন্যুতে এইবারের বিরুদ্ধে বার্সেলোনার হয়ে প্রথম গোল করেন লুইস সুয়ারেস। ম্যাচের ১৯ মিনিটে ফিলিপে কুটিনহোর পাস থেকে বল জালে জড়িয়ে দেন উরুগুয়ে তারকা। প্রথমার্ধে আর কোনও গোল হয়নি। মেসি গোল করেন ৫৩ মিনিটে। এর ছয় মিনিট পরেই ফের গোল সুয়ারেসের।

এইবারকে হারিয়ে ১৯ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে বার্সেলোনা। সমসংখ্যক ম্যাচ খেলে ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আতলেতিকো দে মাদ্রিদ। তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে সেভিয়া ও রিয়াল মাদ্রিদ। দুই দলের ১৯ ম্যাচে ৩৩ পয়েন্ট। 

Bootstrap Image Preview