Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চার লেনের নতুন কাঁচপুর সেতু প্রস্তুত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০১৯, ০৬:০৪ PM
আপডেট: ১৪ জানুয়ারী ২০১৯, ০৬:০৪ PM

bdmorning Image Preview


যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিদ্যমান তিনটি বড় সেতুর পাশে আরও তিনটি সেতু নির্মিত হচ্ছে। এগুলোর মধ্যে কাঁচপুরে দ্বিতীয় সেতুর নির্মাণকাজ শেষ হয়ে এসেছে। কাঁচপুরের এই নতুন সেতু শীতলক্ষ্যা নদীর ওপর।

জানা যায়, আগামী দুই মাসের মধ্যে সেতুটি চালুর প্রস্তুতি চলছে। চার লেনের সেতুটি তৈরি হচ্ছে আগের সেতুর ভাটিতে। ৩৯৭ দশমিক ৩ মিটার দীর্ঘ নতুন সেতুর সংযোগ সড়ক হবে আট লেনবিশিষ্ট।

আর বিদ্যমান সেতু ও নতুন সেতু মিলিয়ে লেনও হবে আটটি।

এছাড়াও অন্য দুটি সেতু দ্বিতীয় মেঘনা সেতু ও দ্বিতীয় গোমতী সেতুর কাজও প্রায় শেষের পথে।

জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নতুন তিনটি সেতু নির্মাণে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন সড়ক ও জনপথ (সওজ) অধিদফতর একটি প্রকল্প গ্রহণ করে। প্রকল্পের নাম দেওয়া হয় ‘কাঁচপুর, মেঘনা ও গোমতি দ্বিতীয় সেতু নির্মাণ এবং বিদ্যমান সেতু পুনর্বাসন প্রকল্প’।

এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৪৮৬.৯৩৮৩ কোটি টাকা। এর মধ্যে জাইকার প্রকল্প সাহায্য রয়েছে ৬ হাজার ৪২৯.২৮৯৬ কোটি টাকা এবং সরকারি তহবিল থেকে যোগান আসবে ২ হাজার ৫৭.৬৪৮৭ কোটি টাকা। জাইকার অর্থ সেতুগুলোর নির্মাণ, পুনর্বাসন ও পরামর্শ সংক্রান্ত কাজে ব্যয় হবে। সরকারি তহবিল থেকে ভ্যাট, ট্যাক্সসহ প্রশাসনিক ও পুনর্বাসন সংক্রান্ত ব্যয় নির্বাহ হবে।

২০১৩ সালের ২৩ এপ্রিল প্রকল্পটি একনেকের অনুমোদন পায়। প্রকল্পের বাস্তবায়নকাল ধরা হয়েছে ২০১৩ থেকে ২০২১ সাল।

এরপর ওএসজেআই জয়েন্টভেঞ্চার নামক ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে সড়ক ও জনপথ অধিদফতরের চুক্তি হয় ২০১৫ সালের ২৫ নভেম্বর।

Bootstrap Image Preview