Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নারী ফুটবলাররা পাঁচ বছর বিয়ে করতে পারবেন না!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০১৯, ১১:৫৮ AM
আপডেট: ১৩ জানুয়ারী ২০১৯, ১১:৫৮ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


বাংলাদেশের সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে কোনো কিশোরীর বয়স ১৮ বছর পূর্ণ না হলে তাকে বিয়ে দেওয়া যাবে না। তবে ক্ষেত্র বিশেষে পরিবার চাইলে এর আগেও বিয়ে দেওয়ারও বিধান রয়েছে সংবিধানে। তবে সংবিধানে উল্লেখিত এই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চুক্তির অধীনে থাকা নারী ফুটবলারদের ৫ বছরের মধ্যে বিয়ে করতে পারবেন না বলে নিময় চালু করেছেন বাফুফের নারী ফুটবল উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরন।

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া তার বক্তব্য অনুসারে, চুক্তির আওতায় থাকা নারী ফুটবলাররা পাঁচ বছর বিয়ে করতে পারবেন না। এমনকি ক’দিনের মধ্যে ক্যাম্পে থাকা নারী ফুটবলারদের অভিভাবকদের ডেকে এনে আরও কিছু শর্তাবলি যুক্ত করে চুক্তি সই করানোর পরিকল্পনা করছে বাফুফে।

যদিও বর্তমান ক্যাম্পে থাকা অনেক নারী ফুটবলারের বয়সই ১৫-১৮। এ নিয়ে সাবেক ব্যাডমিন্টন তারকা কামরুন নাহার ডানা মহিলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদিকা বলেন, ‘কোনো সংস্থারই উচিত নয় কারও ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করা। এটা একটা সাধারণ নির্দেশনা থাকতে পারে। কিন্তু তাই বলে কাগজ-কলম করে চুক্তি করা যায় না। বাফুফে যদি মেয়েদের পড়াশোনা করায়, মেয়েদের শিক্ষিত করে তুলতে পারে। তাহলে মেয়েরা নিজেরাই নিজেদের সিদ্ধান্ত নিতে পারবে। অন্য কারও কথায় প্ররোচিত হবে না।’

Bootstrap Image Preview