Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হে প্রবাস, তুই বড় নিষ্ঠুর!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ জানুয়ারী ২০১৯, ০৯:৪৮ PM
আপডেট: ১২ জানুয়ারী ২০১৯, ০৯:৪৮ PM

bdmorning Image Preview


প্রায় ২৭ বছর প্রবাসে কাটিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আজ ১১-০১-২০১৯, শুক্রবার রাতে। ভাগ্যের কী নির্মম পরিহাস! আজ সকাল ৬টা সময় উনার ফ্লাইট ছিলো। ফ্লাইট হবে ঠিকই, তবে লাশ হয়ে দেশে যেতে হবে।

দেশের ফেরার আগের রাতেই না ফেরার চলে গেলেন ভদ্রলোক। দীর্ঘ ক্লান্তির প্রবাস জীবনে দেশের ফেরার তাড়াটা স্বপ্নময় হয়ে ওঠে প্রবাসীদের কাছে। পরিবার-পরিজনের কাছে ফেরা, সন্তানের কপালে পরম আদরে চুমু কিংবা প্রিয়জনকে আলিঙ্গনের সেই সুখস্মৃতি অধরাই থেকে গেলো তার। সকালে যার ফ্লাইট, তিনি মারা গেলেন আগের দিন রাতে!

গতকাল একটি ফেসবুক পোস্টে এভাবেই বুকের গভীরে জমে থাকা পেঁজা তুলোর মতো কষ্টগুলো আকাশে উড়িয়ে দেয়ার চেষ্টা করলেন এক প্রবাসী।

ফেসবুকে পোস্টদাতা লিখেছেন, ওনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার দরিকান্দি ইউনিয়নে। তার নাম আরজু হাসান। ওনার দুই ছেলে এক মেয়ে রেখে চলে গেলেন না ফেরার দেশে। সবাই এই প্রবাসী ভাইটির জন্য দোয়া করবেন...আমিন।
(প্রবাসীর ফেসবুক থেকে)

Bootstrap Image Preview