Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টাকার বিনিময়ে অনৈতিক কাজ, ভ্রাম্যমাণ আদালতে ধরা শিক্ষক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ জানুয়ারী ২০১৯, ০৮:২৬ PM
আপডেট: ০৯ জানুয়ারী ২০১৯, ০৮:২৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


নাটোরের বলারিপাড়া থেকে কারিগরি বোর্ডের পরীক্ষার খাতা জালিয়াতি চক্রের মূলহোতা মাহমুদুল নবী মিলনকে (৩৫) আটক করেছে পুলিশ।

বুধবার সকালে বলারিপাড়ার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়। এসময় বোর্ডের বিপুল পরিমাণ খাতা, প্রতিষ্ঠানের সিল, শিক্ষার্থীদের অ্যাডমিট কার্ড জব্দ করা হয়।

টাকার বিনিময়ে অকৃতকার্য শিক্ষার্থীদের উত্তীর্ণ করে দেয়ার নামে টাকা নেন তিনি এমনটিই নিশ্চিত হয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

শিক্ষক মিলন নাটোর শহরের বঙ্গজ্বল এলাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজির ইলেকট্রিক্যাল বিষয়ে শিক্ষক এবং মৃত তসলিম উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোর্তুজা খানের নেতৃত্বে বুধবার সকালে শহরের বলারিপাড়া এলাকায় শিক্ষক মাহামুদুল নবী মিলনের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় ওই বাড়ি থেকে কারিগরি শিক্ষা বোর্ডের বিপুল পরিমাণ খাতা উদ্ধার করা হয়।

এসময় শিক্ষক মিলন স্বীকার করেন, কারিগরি বোর্ডের পরীক্ষার খাতা থেকে টপ শিট পরিবর্তন করে ফাঁকা খাতায় উত্তর লিখে আবার টপ শিট লাগিয়ে অভিনবভাবে জালিয়াতি করে আসছিলেন তিনি।

Bootstrap Image Preview