Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

পুরনোরা সফল ছিল বলেই দেশ আজ অনেক দূর এগিয়েছে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ জানুয়ারী ২০১৯, ১০:০০ PM
আপডেট: ০৮ জানুয়ারী ২০১৯, ১০:০০ PM

bdmorning Image Preview
ছবি : ফোকাস বাংলা


মন্ত্রীসভায় নতুনদের প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নতুনদের মন্ত্রী বানিয়েছি এর মানে এই নয় যে, পুরনোরা ব্যর্থ ছিলেন। পুরনোরা সফল ছিল বলেই দেশ আজ অনেক দূর এগিয়েছে। নতুনদের বানিয়েছি ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করার জন্য।

মঙ্গলবার (০৮ জানুয়ারি) গণভবনে নতুন মন্ত্রিসভা ও আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করতেই মন্ত্রিসভায় নতুনদের জায়গা দেওয়া হয়েছে।

শেখ হাসিনা বলেন, নতুনদের মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপমন্ত্রী করা হয়েছে এ জন্য যে, তারা যেন সব কাজ বোঝে এবং পরবর্তীতে করতে পারে। পুরনোদের সফলতাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে তাদেরকে। সবাইকে আমি কঠোর নজরদারিতে রাখব।

নব নির্বাচিত মন্ত্রিসভা ও আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারের সকল মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীগণ।

Bootstrap Image Preview