Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হাতীবান্ধায় অপহরণের অভিযোগে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ০৫ জানুয়ারী ২০১৯, ০২:২০ PM
আপডেট: ০৫ জানুয়ারী ২০১৯, ০২:২০ PM

bdmorning Image Preview


লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী আকতার গোলাম কিবরিয়ার মেয়ে সিথি কিবরিয়াকে অপহরণের দায়ে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তফিউজ্জামান জুয়েলের বিরুদ্ধে মামলা হয়েছে। 

শুক্রবার (৪ জানুয়ারি) সকালে সিথি কিবরিয়ার মা মাসুদা আখতার বানু বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শনিবার সকালে জহুরুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আলী আকতার গোলাম কিবরিয়া হাতীবান্ধা আলিমুদ্দিন সরকারী কলেজের অধ্যাপক ও তফিউজ্জামান জুয়েল নিলফামারী জেলার ডিমলা খাদ্য গুদাম কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। সিথি কিবরিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইন্সটিটিউট এর ৩য় বর্ষের ছাত্রী।

মামলা সূত্রে জানা যায়, সিথি কিবরিয়া তার সহপাঠীসহ ‘আমরাই পারি’ নামে একটি সংগঠনের অনুষ্ঠান শেষে গত বুধবার বিকেলে মাইক্রোবাসযোগে হাতীবান্ধা তিস্তা ব্যারাজ থেকে বাসায় ফিরছিলো। এমন সময় তফিউজ্জামান জুয়েলসহ কয়েকজন মাইক্রোবাসটি গতিরোধ করে সিথি কিবরিয়াকে অপহরণ করেন। এ সময় সিথি কিবরিয়ার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে জুয়েল ও তার সহযোগীরা সিথিকে রেখে পালিয়ে যায়। মামলায় উল্লেখ করা হয়েছে তফিউজ্জামান জুয়েল কিছুদিন পূর্বে সিথি কিবরিয়ার পরিবারকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। কিন্তু ওই প্রস্তাবে সিথির পরিবার রাজি হয়নি।

অভিযুক্ত ছাত্রলীগের সাবেক সভাপতি ও খাদ্য গুদাম কর্মকর্তা তফিউজ্জামান জুয়েল বলেন, ঘটনার দিন আমি সকাল সন্ধ্যা সরকারি কাজে কর্মস্থলে ব্যস্ত ছিলাম। সিথির পরিবারের সাথে আমার ঘনিষ্ঠতা রয়েছে। আমি ওই পরিবারের কাছে টাকা পাই। পাওনা টাকা চাওয়ার অপরাধে একটি নাটক সাজিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।  

Bootstrap Image Preview