Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৭ সপ্তাহে ২৬ পিস্তল উদ্ধার

 চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 
প্রকাশিত: ০৫ জানুয়ারী ২০১৯, ১২:৩১ PM
আপডেট: ০৫ জানুয়ারী ২০১৯, ১২:৩২ PM

bdmorning Image Preview


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্ত এলাকায় পরিত্যক্ত অবস্থায় গুলি ও ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছেন ৫৩ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।

গতকাল শুক্রবার ভোরে ৫৩ বিজিবি ব্যাটলিয়নের উপ-অধিনায়ক মেজর এখলাছুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি ব্যাটলিয়নের উপ-অধিনায়ক মেজর এখলাছুর রহমান অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে সীমান্ত পিলার ৪/৫-১ এস হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তারাপুর মাঠে শিংনগর বিওপি টহল দল অভিযান চালায়। এসময় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি অন্ধকারে ব্যাগ হাতে ভারতের দিক হতে সন্দেহজনকভাবে বাংলাদেশের অভ্যন্তরে আসতে থাকে। কিন্তু সে ব্যক্তি বিজিবির অবস্থান টের পাবার সাথে সাথে হাতের ব্যাগ ফেলে ভারতের ভেতরে পালিয়ে যায়। পরে ব্যাগ তল্লাশি করে ১টি বিদেশী পিস্তল, ৭ রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিন পাওয়া যায়।

উপ-অধিনায়ক মেজর এখলাছুর জানান, উদ্ধারকৃত অস্ত্র শিবগঞ্জ থানায় জমা করা হবে। 

এ নিয়ে গত প্রায় ৭ সপ্তাহে ১৭ নভেম্বর ২০১৮ থেকে ৪ জানুয়ারি-২০১৯ পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে কর্তব্যরত বিজিবি ৫৩ ও ৫৯ ব্যাটালিয়নের চলমান পৃথক ১৭টি অভিযানে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা ২৬টি পিস্তল, ১০৬ রাউন্ড গুলি, ২৬টি ম্যাগাজিন ও ২৭ কেজি গানপাউডার উদ্ধার হল। 

Bootstrap Image Preview