Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাজধানীর ভাটারায় পুলিশের স্ত্রীর মরদেহ উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ জানুয়ারী ২০১৯, ১১:২০ AM
আপডেট: ০৫ জানুয়ারী ২০১৯, ১১:২২ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


রাজধানীর ভাটারায় মিনা আক্তার (২৫) নামে এক পুলিশের স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার স্বামী সোহেল রানা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ডিএমপির ভাটারা থানায় কর্মরত আছেন।

শুক্রবার (৪ জানুয়ারি) দিনগত রাত ৩টার দিকে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পরে আইনি প্রক্রিয়া শেষে শনিবার (৫ ডিসেম্বর) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহত নারী এক সন্তানের জননী। স্বামী সোহেল রানাকে নিয়ে ভাটারা সোলমাইদ এলাকায় আব্দুল লতিফের বাড়িতে ভাড়ায় থাকতো।

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) আল-ইমাম রাজন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোলমাইদের বাসা থেকে মিনার মরদেহ খাটের উপর থেকে উদ্ধার করা হয়। নিহত নারীর গলায় দাগ দেখা গেছে। তার স্বামীর কাছে জানতে পেরেছি তিনি ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

তিনি আরও জানান, রাতে স্বামী-স্ত্রীর কথা কাটাকাটির একপর্যায়ে তার স্ত্রী পাশের রুমে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে আমরা জানতে পেরেছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

Bootstrap Image Preview