Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

খাশোগি হত্যাকাণ্ডের বিচার ‘যথেষ্ট নয়’: দাবি জাতিসংঘের

আন্তর্জাতিক ডস্ক-
প্রকাশিত: ০৫ জানুয়ারী ২০১৯, ১১:০৮ AM
আপডেট: ০৫ জানুয়ারী ২০১৯, ১১:০৮ AM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


সৌদি আরবে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের বিচার ‘যথেষ্ট নয়’ বলে উল্লেখ করেছে জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তর জানায়, সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের যে বিচার সৌদি আরবে চলছে তার স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। সংস্থাটি এই বিচারকে ‘যথেষ্ট নয়’ বলে উল্লেখ করেছে।

মানবাধিকার দপ্তরের মুখপাত্র রাভিনা শামদাসানি শুক্রবার বলেন, খাশোগি হত্যাকাণ্ডের ব্যাপারে তার সংস্থা আন্তর্জাতিক মহলের সংশ্লিষ্টতায় একটি নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছে। সেইসঙ্গে তিনি অভিযুক্তদের জন্য মৃত্যুদণ্ডের আবেদনের বিরোধিতা করেন।

এসময় তিনি আরো বলেন, জাতিসংঘ সবসময় যেকোন মৃত্যুদণ্ডের সমর্থন করে না।

অন্যদিকে সৌদি আরবের সরকারি কৌঁসুলিরা আদালতে জামাল খাশোগিকে হত্যার দায়ে পাঁচজনের মৃত্যুদণ্ড চেয়েছেন।

দেশটির রাষ্ট্র-নিয়ন্ত্রিত বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, রিয়াদের আদালতে বৃহস্পতিবার অনুষ্ঠিত শুনানিতে সরকারি কৌঁসুলি ১১ অভিযুক্তকে ‘যথাযথ শাস্তি’ দেয়ার এবং সরাসরি হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে পাঁচজনকে ‘সর্বোচ্চ শাস্তি’ দেয়ার আবেদন জানিয়েছেন।

উল্লেখ্য, গত বছরের ২ অক্টোবর তুরস্কের সৌদি দূতাবাসে নিখোঁজ হন সাংবাদিক জামাল খাশোগি। এরপর আন্তর্জাতিক চাপের মুখে সৌদি আরব খাশোগিকে হত্যার কথা স্বীকার করে। কিন্তু তারা বরাবরই এই হত্যাকাণ্ডে সৌদি যুবরাজের জড়িত থাকার কথা অস্বীকার করে।

Bootstrap Image Preview