Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাজধানীতে স্বামী-স্ত্রীর জাল টাকার ব্যাংক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ জানুয়ারী ২০১৯, ১০:২১ AM
আপডেট: ০৪ জানুয়ারী ২০১৯, ১০:২১ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


রাজধানীর কদমতলীতে জাল টাকা ও ভারতীয় রুপি তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে র‍্যাব।

গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পোস্তগোলার ঈগল বক্স নতুন রাজাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে এই কারখানার হদিস পাওয়া যায়। এতে জড়িত থাকার অভিযোগে সুমন ওরফে সাগর ও তার স্ত্রী হুসনে আরাকে গ্রেফতার করা হয়েছে।

এ সময় ওই কারখানা থেকে ৯ লাখ টাকার জাল নোট, আসল ৫০ হাজার টাকা, বানানোর প্রক্রিয়ায় থাকা ৩ লাখ ভারতীয় রুপির অসম্পূর্ণ নোট, জাল রুপি তৈরিতে ব্যবহৃত এক লাখ ফিতা ও অন্যান্য সরঞ্জাম।

র‍্যাব ১০-এর উপ-অধিনায়ক মেজর আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে নতুন রাজাবাড়ী আজাদ হাউজিং রুলিং মিল এলাকায় একটি ভবনের সাততলার ফ্ল্যাটে অভিযান চালানো হয়। এ সময় ফ্ল্যাটটি থেকে বিপুল পরিমাণ জাল টাকা ও রুপি তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। গ্রেফতার করা হয় সুমন ওরফে সাগর ও তার স্ত্রী হুসনে আরাকে। তাদের বাড়ি চট্টগ্রামের সীতাকু- থানাধীন মহালঙ্কা গ্রামে।

তিনি আরও জানান, জাল টাকা ও রুপি তৈরির এটি একটি বড় চক্র। এরা তিন ধাপে কাজ করে। যে দম্পতিকে গ্রেফতার করা হয়েছে, তারা চক্রের প্রাথমিক পর্যায়ের সদস্য। এই দম্পতি জাল টাকা বানানোর প্রাথমিক কাজগুলো করত। পরবর্তী আরও দুই ধাপে এসব জাল নোট চূড়ান্ত প্রিন্ট হয়। এর পর চক্রটি এসব জাল নোট দেশের বিভিন্ন স্থানে তাদের নির্ধারিত লোক দিয়ে ছড়িয়ে দেয়। চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Bootstrap Image Preview