Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নৌকার কার্যালয় ভাঙচুর: সাংবাদিকসহ ৬ আসামির জেল

ছাতক প্রতিনিধি:
প্রকাশিত: ০৩ জানুয়ারী ২০১৯, ০৮:৫১ PM
আপডেট: ০৩ জানুয়ারী ২০১৯, ০৯:০২ PM

bdmorning Image Preview


সুনামগঞ্জের ছাতকে আওয়ামী লীগের নির্বাচনী আঞ্চলিক কার্যালয় ভাঙচুর ও কার্যালয়ে অগ্নিসংযোগে দায়ের করা মামলায় স্থানীয় এক সাংবাদিকসহ ৬ জনের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেছেন আদালত।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) সুনামগঞ্জ আদালতের (ছাতক জোন) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলাল মিয়া তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

আসামিরা হলেন, উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের মৈশাপুর গ্রামের আব্দুল তাজিরের পুত্র ও দৈনিক ডেসটিনি পত্রিকার উপজেলা প্রতিনিধি মোশাহিদ আলী, মোহনপুর গ্রামের আমরুজ আলী, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের ধারন গ্রামের নূর মিয়ার পুত্র বদরুল হুদা, শফিক মিয়ার পুত্র রাজু মিয়া, ছায়াদ মিয়ার পুত্র লায়েক মিয়া, জলালপুর গ্রামের হাবিবুর রহমানের পুত্র আমিন উদ্দিন।

প্রসঙ্গত, গত বছরের ২৭ ডিসেম্বর রাতে ধারনবাজারে আওয়ামী লীগের নৌকা প্রতীকের নির্বাচনী আঞ্চলিক কার্যালয় ভাঙচুর ও কার্যালয়ে অগ্নিসংযোগে করে দুর্বৃত্তরা। এ ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সাকের রহমান বাবুল বাদী হয়ে অর্ধশাতাধিক ব্যক্তির বিরুদ্ধে নাশকতার অভিযোগে গত ২৮ ডিসেম্বর ছাতক থানায় একটি মামলা (নং-১৬) দায়ের করেন।

Bootstrap Image Preview