Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারতে দের বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন ৪ শিশু-কিশোর

সোহেল রানা, হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৩ জানুয়ারী ২০১৯, ০৩:৩৩ PM
আপডেট: ০৩ জানুয়ারী ২০১৯, ০৩:৩৩ PM

bdmorning Image Preview


ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ১ থেকে দেড় বছর কারাভোগ শেষে ভারত থেকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে নিজ দেশে ফিরেছেন ৪ বাংলাদেশি শিশু-কিশোর। 

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) দুপুরে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে সীমান্তের শূন্যরেখায় ভারতের হিলি অভিবাসন পুলিশ, বাংলাদেশের হিলি ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে। 

ফেরত আসা শিশু-কিশোররা হলেন, জামালপুর জেলার মেলেন্দাহ উপজেলার উদনাপাড়া গ্রামের হাসান মাহমুদের ছেলে মেহেদী হাসান (১৭), কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার মাইজপাড়া গ্রামের আবু বক্করের ছেলে রবিউল আলম (১৪), জয়পুরহাট জেলার নিত্তিপাড়া গ্রামের মৃত মজিবর মার্ডির ছেলে জহন মার্ডি (১৭) ও কুমিল্লা জেলার লাকসাম উপজেলার গাজিমুড়া গ্রামের জামাল হোসেন এর ছেলে জাফর ইকবাল (১৩)। এদের প্রত্যকের বয়স ৭ থেকে ১৭ বছরের মধ্যে।

হিলি ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, ফেরত আসা শিশু-কিশোর দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে কাজের সন্ধানে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। পরে সে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে আটক হবার পর তাদের ভারতের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শিশু শোধনাগারে রাখা হয়। সেখানে ১ থেকে দেড় বছর আটক থাকার পর সাজা শেষ হওয়ায় আইনি প্রক্রিয়ায় মাধ্যমে তাদের দেশে ফিরে আনা হয়।  

ভারত থেকে ফেরত আসা শিশু-কিশোরকে তাদের নিজ নিজ অভিভাবকের হাতে তুলে দেন হিলি ইমিগ্রেশন কর্তৃপক্ষ। 


 

Bootstrap Image Preview