Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আজ শপথ নেবেন নির্বাচিত সংসদ সদস্যরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ জানুয়ারী ২০১৯, ১০:১৩ AM
আপডেট: ০৩ জানুয়ারী ২০১৯, ১০:৩৮ AM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যরা (এমপি) শপথ গ্রহণ করবেন আজ। শপথকক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন। এর আগে তিনি নিজেও নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন। 

আজ বৃষ্পতিবার বেলা ১১ টায় সংসদ ভবনের শপথ কক্ষে শপথ গ্রহন অনুষ্ঠিত হবে।

বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচিত সংসদ সদস্য শপথ নেবেন কি না সে ব্যাপারে গতকাল বুধবার পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেননি সংশ্লিষ্ট দল ও জোটের নেতারা। ঐক্যফ্রন্ট এ ব্যাপারে সিদ্ধান্ত জানাবে শনিবারের পর।  

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান সামনে রেখে সংসদ ভবনজুড়ে কঠোর নিরাপত্তাবেষ্টনী গড়ে তোলা হয়েছে।

গতকাল নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমেদ সাংবাদিকদের জানান, নতুন নির্বাচিত সংসদ সদস্যদের শপথের প্রস্তুতি নিতে সংসদ সচিবালয়কে চিঠি দেওয়া হয়েছে। আজ সকাল ১১টায় তাঁরা শপথ নিতে যাচ্ছেন।

সংসদ সচিবালয় সূত্র জানায়, সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে প্রথমে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্যরা শপথ নেবেন। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া এই দলের সদস্যরা কয়েক দফায় শপথ নেবেন। পরে জাতীয় পার্টিসহ অন্যান্য দলের নির্বাচিতরা শপথ নেবেন। তবে বিএনপিসহ ঐক্যফ্রন্টের নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন কি না, সংসদ সচিবালয় তা নিশ্চিত করতে পারেনি।

এ বিষয়ে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ গতকাল বলেন, ‘নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন। এরপর ৩০ দিনের মধ্যে নতুন সংসদের অধিবেশন হবে। এরপর ৯০ দিনের মধ্যে যদি কেউ শপথ গ্রহণ না করেন বা কোনো প্রকার রেসপন্স না করেন তখন সংসদ সচিবালয় থেকেই তাঁর পদটি শূন্য ঘোষণা করা হবে।’

শপথ অনুষ্ঠান সামনে রেখে গতকালই সংসদ ভবনে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়। নির্বাচন কমিশন সচিবালয় থেকে গেজেট সংসদ সচিবালয়ে পৌঁছানোর পর নবনির্বাচিত সব সংসদ সদস্যকে শপথগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। শপথ অনুষ্ঠান ঘিরে সংসদ ভবন ও আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও শপথ নেবেন। ফলে বাড়তি নিরাপত্তা থাকছে। গতকাল সকাল থেকেই গোয়েন্দা সংস্থাগুলো ওই এলাকায় নজরদারি বাড়িয়েছে। দর্শনার্থীদের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালের ৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিতরা ওই বছরের ৯ জানুয়ারি শপথ গ্রহণ করেন। এরপর ২৯ জানুয়ারি বসে সংসদের প্রথম অধিবেশন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট ১ জানুয়ারি প্রকাশিত হওয়ায় ৩০ জানুয়ারির মধ্যে সংসদ অধিবেশন বসবে। আর যেদিন অধিবেশন বসবে সেদিন থেকে একাদশ সংসদের মেয়াদ শুরু হবে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ানোর পর সংসদ অধিবেশন আহ্বান করবেন। আগামী ১০ জানুয়ারির মধ্যে মন্ত্রিসভা গঠিত হবে বলে সরকারি দলের একাধিক নেতা জানিয়েছেন।

Bootstrap Image Preview