Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নির্বাচনী কাজে ব্যবহৃত গাড়ি পোড়ানো মামলায় ইউপি চেয়ারম্যান আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ জানুয়ারী ২০১৯, ০৪:৪৭ PM
আপডেট: ০২ জানুয়ারী ২০১৯, ০৪:৪৭ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন ভোট গ্রহণকারী কর্মকর্তাদের বহনকারী মিনিবাস পোড়ানো মামলায় বেগমগঞ্জ উপজেলার ১০নং নরোত্তম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা হারুনুর রশীদ বাচ্চুকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় বেগমগঞ্জ নরোত্তমপুর ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেফতার করে।

বেগমগঞ্জ মডেল থানার ওসি ( তদন্ত) মো. নূরে আলম জানান, বেগমগঞ্জ উপজেলার ১০নং ইউনিয়নের সুরুজ মিয়ার স্কুল কেন্দ্রে শনিবার বিকালে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের ও ভোটের সরঞ্জাম বহনকারী মিনিবাস কেন্দ্রে পৌঁছার পর মালপত্র নামিয়ে কর্মকর্তারা কেন্দ্রের ভেতর অবস্থান করছিল। ওই রাতে বিএনপি-জামায়াত শিবিরের সমর্থকরা চেয়ারম্যান বাচ্চুর নেতৃত্বে এসে মিনিবাসে আগুন ধরিয়ে দিলে বাসটি পুড়ে যায়।

পরে বেগমগঞ্জ মডেল থানায় কয়েক শত লোকের বিরুদ্ধে মামলা দায়ের হলে মঙ্গলবার সন্ধ্যায় নরোত্তমপুর ইউনিয়ন পরিষদের নিকট থেকে চেয়ারম্যান বাচ্চুকে গ্রেফতার করে পুলিশ।

Bootstrap Image Preview