Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নৌকা প্রতীকের ১৯ নারী জয়ী

নারী ডেস্ক
প্রকাশিত: ০২ জানুয়ারী ২০১৯, ০৪:৪৭ PM
আপডেট: ০২ জানুয়ারী ২০১৯, ০৪:৪৭ PM

bdmorning Image Preview
প্রতীকী


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দল ও জোটের হয়ে মোট ৬৯ জন নারী প্রার্থী ছিলেন। ঘোষিত ফল অনুযায়ী মোট ২২ জন জয়ী হয়েছেন, তন্মধ্যে নৌকা প্রতীকের রয়েছেন ১৯ নারী প্রার্থী। 

গোপালগঞ্জ-৩ আসন থেকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন। এ নিয়ে সপ্তমবারের মতো এমপি নির্বাচিত হলেন তিনি। নৌকা প্রতীক নিয়ে দুই লাখ ২৯ হাজার ৫৩৯ ভোট পেয়েছেন তিনি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এস এম জিলানী ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১২৩ ভোট।

এদিকে রংপুর-৬ আসনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী শিরীন শারমিন চৌধুরী। তিনি পেয়েছেন দুই লাখ ৩৪ হাজার ৪২৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুল ইসলাম পেয়েছেন ২৪ হাজার ৫৩ ভোট।

নেত্রকোনা-৪ আসনে তিন নারী প্রার্থীর মধ্যে তৃতীয়বারের মতো বিজয়ী হলেন রেবেকা মমিন। বেসরকারি হিসাব অনুযায়ী দুই লাখ চার হাজার ৬০৩ ভোট পেয়েছেন তিনি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তাহমিনা জামান ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৩৮ হাজার ১০৫ ভোট।

এ ছাড়া আওয়ামী লীগের সৈয়দা সাজেদা চৌধুরী ফরিদপুর-২, সাহারা খাতুন ঢাকা-১৮, ডা. দীপু মনি চাঁদপুর-৩, সিমিন হোসেন রিমি গাজীপুর-৪, সাগুফতা ইয়াসমিন মুন্সীগঞ্জ-২, ইসমাত আরা সাদেক যশোর-৬, শাহীন আক্তার কক্সবাজার-৪, হাবিবুন নাহার বাগেরহাট-৩, মমতাজ বেগম মানিকগঞ্জ-২, জয়া সেনগুপ্তা সুনামগঞ্জ-২, মেহের আফরোজ গাজীপুর-৫, সেলিমা আহমাদ কুমিল্লা-২, বেগম মন্নুজান সুফিয়ান খুলনা-৩, আয়েশা ফেরদাউস নোয়াখালী-৬, মাহবুব আরা বেগম গিনি গাইবান্ধা-২ ও ফেনী-১ থেকে শিরীন আখতার নৌকা প্রতীকে (জাসদ) বিজয়ী হয়েছেন।

Bootstrap Image Preview