Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফেনীতে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ জানুয়ারী ২০১৯, ১০:১৯ AM
আপডেট: ০২ জানুয়ারী ২০১৯, ১০:১৯ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


ফেনীর দাগনভূঞায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন। র‍্যাবের দাবি, নিহত আসাদ (৪২) ও ইমামুল আকন্দ (২৪) দুজন মাদক ব্যবসায়ী।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সিলোনিয়া বাজার এলাকায় ফেনী-নোয়াখালী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। তারা দুজনই মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৭ এর ফেনী ক্যাম্প কমান্ডার শাফায়াত জামিল ফাহিম জানান, মঙ্গলবার রাতে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ভারতীয় সীমান্ত থেকে ইয়াবা নিয়ে লক্ষীপুর যাওয়ার পথে ফেনীস্থ র‌্যাব ক্যাম্পের সদস্যরা ধাওয়া করে। এক পর্যায়ে উপজেলার সিলোনিয়া এলাকায় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে মাদক ব্যবসায়ীরা। এ সময় র‌্যাবও পাল্টা গুলি ছোঁড়ে। পরে সিলোনিয়া বাজারের রাস্তার পাশে থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় আরও দুজন পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, ১৩ রাউন্ড গুলি, ২৫০ কেজি গাঁজা ও একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

Bootstrap Image Preview