Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বিএনপির ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

রাজীবুল হাসান, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশিত: ০১ জানুয়ারী ২০১৯, ১০:৩৮ PM
আপডেট: ০১ জানুয়ারী ২০১৯, ১০:৩৮ PM

bdmorning Image Preview


কিশোরগঞ্জ-৬ আসনে নির্বাচনে পুলিশকে মারধোর ও কর্তব্য কাজে বাধা দেয়ায় ৫০০ বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা 

কিশোরগঞ্জ-৬ আসনের নির্বাচনে ভৈরবে পুলিশকে মারধোর ও কর্তব্যকাজে বাধা দেয়ার অভিযোগে ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০০ বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে থানায় একটি মামলা করেছে পুলিশ।

ভৈরব থানার এসআই মাজহারুল হক বাদী হয়ে গতকাল সোমবার (৩১ ডিসেম্বর) রাতে এই মামলাটি দায়ের করে।

জানা যায়, গত শনিবার রাতে উপজেলার কালিকাপ্রসাদ এলাকার  চরেরকান্দা প্রাথমিক বিদ্যালয়ে প্রিজাইডিং অফিসার ব্যালট পেপার, সীল, ভোটার তালিকা নিয়ে ওই কেন্দ্রে গেলে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ভোটের সরঞ্জামাদি জোর করে ছিনতাই করার সময় পুলিশ বাধা দেয়। এসময় বিএনপির কর্মীরা পুলিশ ও প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারের ওপর আক্রমণ চালায় বলে মামলায় অভিযোগ করা হয়।

এদিন পুলিশ আত্মরক্ষার জন্য ৩০ রাউন্ড রাবার বুলেট ও ৫ রাউন্ড পিস্তলের গুলি ছুড়ঁলে তারা পালিয়ে যায়। বিএনপির নেতাকর্মীদের আক্রমণে এদিন কর্তব্যরত কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। এই ঘটনার তিন দিন পর পুলিশ এই মামলাটি দায়ের করে।

ভৈরব থানার অফিসার ইনচার্জ মো. মোখলেছুর রহমান জানান, গত শনিবার ওই এলাকার বিএনপির কর্মীরা ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এসময় তারা সরকারি কাজে বাধা ও পুলিশকে মারধোর করে। তাই এই ঘটনায় মামলাটি দায়ের করা হয়েছে।

Bootstrap Image Preview